বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘BJP-র সঙ্গে হাত মেলানো’ বলেননি রাহুল, ৩০ বছরের প্রতিদান টুইট ফেরালেন সিব্বল

‘BJP-র সঙ্গে হাত মেলানো’ বলেননি রাহুল, ৩০ বছরের প্রতিদান টুইট ফেরালেন সিব্বল

বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

সিব্বল দাবি করেছিলেন, দীর্ঘ ৩০ বছরে ‘কখনও বিজেপির পক্ষে’ কোনও মন্তব্য করেননি।

দীর্ঘ ৩০ বছরে ‘কখনও বিজেপির পক্ষে’ কোনও মন্তব্য করেননি। কংগ্রেসের হয়ে একাধিক মামলায় লড়েছেন। আর তার প্রতিদান হিসেবে রাহুল গান্ধী যে বিজেপি যোগের কথা বলবেন, তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। যদিও পরে তিনি জানান, রাহুল তাঁকে জানিয়েছেন যে এরকম কোনও মন্তব্য করা হয়নি। তারপরই নিজের মন্তব্য প্রত্যাহার করে নিলেন সিব্বল।

দলের নেতৃত্ব পরিবর্তন এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি ঢেলে সাজানোর দাবিতে যে ২৩ জন কংগ্রেস নেতা চিঠি দিয়েছিলেন, তাঁর মধ্যে ছিলেন সিব্বল। সেই চিঠি নিয়ে গত কয়েকদিন কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতি উত্তাল হয়েছে। সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে তা আরও চরমে ওঠে। তারইমধ্যে বৈঠকে চিঠি পাঠানোর সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাহুল। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানায়, পরে একধাপ এগিয়ে রাহুল মন্তব্য করেন, ‘বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চিঠি লেখা হয়েছে।’

দলের প্রাক্তন সভাপতির সেই মন্তব্যে রীতিমতো মর্মাহত হনন সিব্বল। টুইটারে তা নিয়ে আক্ষেপও করেন তিনি। বলেন, ‘রাহুল গান্ধী বলেছেন, বিজেপির সঙ্গে আমরা হাত মিলিয়েছি। কংগ্রেস দলের হয়ে রাজস্থান হাইকোর্টে সফল হয়েছি। বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে মণিপুর দলের হয়ে সওয়াল করেছি। গত ৩০ বছরে কোনও বিষয়ে বিজেপির হয়ে কোনও বিবৃতি দিইনি। তাহলেও আমরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি।’

কিছুক্ষণ পর অবশ্য কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, রাহুল এরকম কোনও মন্তব্য করেননি। পরে একটি টুইটবার্তায় সিব্বল বলেন, ‘রাহুল গান্ধী আমায় ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে তাঁর মুখে যে মন্তব্য চাপানো হচ্ছে, তা তিনি কোনওদিন করেননি। তাই আমার টুইট প্রত্যাহার করে নিচ্ছি।’ নিজের প্রতিদান টুইটও ডিলিট করে দেন সিব্বল।

পরবর্তী খবর

Latest News

'ব, খ, গ… কিন্তু জানি', নিজের 'গালির স্টক' নিয়ে রোদ্দুর রায়কে চ্যালেঞ্জ কুণালের India B বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে', আরজি কর আন্দোলনের মাঝে বিস্ফোরক সুকান্ত ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া ‘এই সেই চটি-চাটা সৌরভ না’! ধর্ষণ-বিতর্ক অতীত, দাদাকে পাশে পেয়েই ‘গলে জল’ মহিলা! দুজনের মধ্যে আসতে পারে তৃতীয় ব্যাক্তি, দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.