বাংলা নিউজ > ঘরে বাইরে > রেশন পেতে গেলে জাতীয় পতাকা কিনতে হবে, ভিডিয়ো দেখেই যা করল দফতর

রেশন পেতে গেলে জাতীয় পতাকা কিনতে হবে, ভিডিয়ো দেখেই যা করল দফতর

রেশন দোকান থেকে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছিল বলে অভিযোগ। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)

 এনিয়ে টুইট করে বিজেপি সাংসদ বরুন গান্ধী জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি যদি গরিব মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়ায় তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে জাতীয় পতাকা মানুষের হৃদয়ে রয়েছে সেটার জন্য় গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করা লজ্জার।

নীরজ মোহন

হরিয়ানার কর্নালের এক রেশন ডিলারের লাইসেন্স বাতিল করে দিল খাদ্য সরবরাহ দফতর। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি, হর ঘর তিরঙ্গার প্রচারের অঙ্গ হিসাবে সমস্ত রেশন গ্রাহকদের ২০ টাকার বিনিময়ে জাতীয় পতাকা কিনতে বাধ্য করছিলেন। এনিয়ে একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়। তারপরই ওই রেশন ডিলারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেয় খাদ্য় ও সরবরাহ দফতর। 

কর্নালের ডেপুটি কমিশনার অনীশ যাদব জানিয়েছেন, চিরাও-হেমদা গ্রামের কাছে ওই রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি রেশন গ্রাহকদের নানাভাবে বিভ্রান্ত করছিলেন। তার লাইসেন্সটি বাতিল করা হয়েছে।

কর্নালের জেলা খাদ্য সরবরাহ দফতরের কন্ট্রোলার কুশল বোরা জানিয়েছেন, রেশন ডিলার দীনেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। PDS Control order 2009 , NFSA Act 2013 এর নিয়মকে লঙ্ঘন করেছেন ওই রেশন ডিলার। তিনি রেশন গ্রাহকদের জাতীয় পতাকা কেনার জন্য় নানাভাবে বিভ্রান্তও করছিলেন।

কুশল বোরা জানিয়েছেন, জেলা প্রশাসনের গোচরে বিষয়টি আসার পরেই তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, যদি কোনও ব্যক্তিকে এই ধরনের বিপথে চালিত করা হয় তবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রেশন দোকান থেকে কোনও গ্রাহক স্বেচ্ছায় জাতীয় পতাকা কিনতে পারেন। দাম করা হয়েছে ২০ টাকা। জনসাধারণের সুবিধার জন্য ৮৮৪০০ জাতীয় পতাকা সরবরাহ করা হয়েছে।

এদিকে এনিয়ে টুইট করে বিজেপি সাংসদ বরুন গান্ধী জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি যদি গরিব মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়ায় তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে জাতীয় পতাকা মানুষের হৃদয়ে রয়েছে সেটার জন্য় গরিব মানুষের  কাছ থেকে টাকা আদায় করা লজ্জার। 

বন্ধ করুন