বাংলা নিউজ > ঘরে বাইরে > Bribery Case: রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে নিতে 'ঘুষ' -এর দাবি চিকিৎসকের! অভিযোগ ঘিরে সাসপেন্ড ২

Bribery Case: রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে নিতে 'ঘুষ' -এর দাবি চিকিৎসকের! অভিযোগ ঘিরে সাসপেন্ড ২

রোগীকে হাসপাতাল থেকে ছাড়তে ঘুষ নেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে । প্রতীকী ছবি। (HT_PRINT)

স্থানীয় কন্নড় ভাষায় এই কথপোকথন চলছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে বলা হয়, তাঁর স্ত্রীকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে হয়, তাহলে ঘুষ দিতে হবে চিকিৎসকদের। জানা গিয়েছে, যে ব্যক্তিকে এই কথা বলা হয়েছে, তাঁর নাম মঞ্জুনাথ।

ঘটনার সূত্রপাত কর্ণাটকের রামনগর জেলার। সেখানের বিদাড়ি কমিউনিটি হেল্থ সেন্টারে সদ্যোজাতর মাকে হাসপাতাল থেকে ছাড়ার বিনিময়ে ‘ঘুষ’ চাওয়া হয়। এমনই অভিযোগ উঠেছে। গোটা ঘটনা ক্যামেরা বন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও যায়। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে, এই ঘুষের অভিযোগ ২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে কর্ণাটক স্বাস্থ্য দফতর।

কর্ণাটকের স্বাস্থ্য অফিসার কান্থারাজু দুই অভিযুক্ত চিকিৎসককে চিহ্নিত করতে পেরেছেন বলে খবর। অভিযুক্ত চিকিৎসকরা হলেন , ডক্টর শশীকলা, ও ডক্টর ঐশ্বর্য। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, প্রসূতির স্বামীকে ঘুষ দিতে বলা হচ্ছিল। স্থানীয় কন্নড় ভাষায় এই কথপোকথন চলছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে বলা হয়, তাঁর স্ত্রীকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে হয়, তাহলে ঘুষ দিতে হবে চিকিৎসকদের। জানা গিয়েছে, যে ব্যক্তিকে এই কথা বলা হয়েছে, তাঁর নাম মঞ্জুনাথ। আর তাঁর স্ত্রী রূপার সি সেকশন সংগঠিত হয় ওই দুই চিকিৎসকের হাত ধরে। ঘটনাটি ৪ দিনর আগের। পেশায় শ্রমিক মঞ্জুনাথ ও তাঁর স্ত্রীয়ের কাছে ওই ঘুষের অঙ্ক বেশ খানিকটা বিশাল ছিল। তা সত্ত্বেও কিছু টাকা জোগাড় করেন মঞ্জুনাথ।

কথপকথনে দেখা যায় , মঞ্জুনাথ ওই চিকিৎসককে ২০০০ টাকা নেওয়ার আর্জি জানান। মঞ্জুনাথ বলেন, এই টুকুই তাঁর জোগাড় করা সম্ভব হয়েছে। উত্তরে দেখা যায়, চিকিৎসক বলছেন, এটা শুধু তাঁর জন্য নয়, তাঁকে অনেককে এই টাকা ভাগ করে দিতে হবে, ফলে এই ছোট্ট  টাকার অঙ্কে তা সম্ভব হবে না। এদিকে ঘটনা ঘিরে নড়চড়ে বসেছে প্রশাসন। কর্ণাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, দুই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, তারপর বিষয়ে সিদ্ধান্ত নেবে দফতর। তবে আপাতত দুই অভিযুক্ত চিকিৎসক সাসপেন্ডেড রয়েছেন।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন