বাংলা নিউজ > ঘরে বাইরে > জল নয়, পাইপ থেকে বেরিয়ে আসছে ৫০০ টাকার নোট, উদ্ধার ১৩ লাখ টাকা! দেখুন ভিডিয়ো

আর পাঁচজনের মতোই বাড়ির দেওয়ালে লাগানো পাইপ। সেই পাইপ খুলতে জল তো বেরিয়ে তো এল না, উলটে বেরিয়ে এল একের পর এক নোটের তাড়া। সবমিলিয়ে পাইপ থেকেই উদ্ধার করা হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। এমনই ঘটনা ঘটেছে কর্নাটকের কালবুর্গির পূর্ত দফতরের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে। 

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুধু পাইপ থেকেই নয়, ওই সরকারি আধিকারিকের বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে টাকা উদ্ধার হয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ৫৪ লাখ টাকা। তারইমধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে পাইপ থেকে টাকা উদ্ধারের বিষয়টি। অসমর্থিত সূত্র থেকে পাওয়া যে ভিডিয়ো টুইট করেছে এএনআই, তাতে দেখা গিয়েছে, দুর্নীতিদমন শাখার কয়েকজন আধিকারিক একটি পাইপের সামনে বালতি নিয়ে দাঁড়িয়ে আছেন। সেখান থেকে বেরিয়ে আসছে নোটের তাড়া। এক আধিকারিককে পাইপের মধ্যে লাঠি জাতীয় কিছু ঢুকিয়ে নাড়তে দেখা গিয়েছে। তাতে আরও নোট বেরিয়ে আসছে।

বুধবার বেঙ্গালুরু, ম্যাঙ্গালুরু, মাণ্ড্য, বল্লারি-সহ রাজ্যের ৬০ টি জায়গায় অভিযান চালান দুর্নীতিদমন শাখার ৪০০ জন আধিকারিক। ম্যাঙ্গালোরের স্মার্ট সিটির এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, মাণ্ড্যের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডোড্ডাবল্লাপুরের রেভিনিউ ইনস্পেক্টর, বেঙ্গালুরু নন্দিনী ডেয়ারির জেনারেল ম্যানেজার, গডংয়ের কৃষি বিভাগের যুগ্ম-অধিকর্তা-সহ একাধিক সরকারি আধিকারিকের বাড়িতে অভিযান চালানো হয়। দুর্নীতিদমন শাখার আধিকারিকরা সংবাদসংস্থা পিটিআই জানিয়েছেন, সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি, প্রচুর পরিমাণে সোনা, রুপো, নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গডংয়ের কৃষি বিভাগের যুগ্ম-অধিকর্তার বাড়ি থেকে তো ৯.৪ কিলোগ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করেছে দুর্নীতিদমন শাখা।

বন্ধ করুন