সোমবার কর্ণাটকের উদুপি জেলার কুন্দাপুরা এলাকায় সরকারি পিইউ কলেজের কলেজ প্রাঙ্গণে হিজাব পরা ছাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পরিস্থিতিত স্বাভাবিক থাকায় আপাতত হিজাব পরিহিত ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রিত রাখতে আপাতত পৃথক কক্ষে বসে ক্লাস করানো হবে হিজাব পরিহিত ছাত্রীদের।
উল্লেখ্য, এর আগে শুক্রবার একযোগে তিন কলেজের অধ্যক্ষ হিজাব পরিহিত ছাত্রীদের ক্যাম্পাসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। তারপরেই শুক্রবার থেকেই মুসলিম ছাত্র-ছাত্রীরা কলেজ ক্যাম্পাসের বাইরে একটি অবস্থান বিক্ষোভে বসেছিলেন। এদিকে হিজাবের পাল্টা গেরুয়া স্কার্ফ পরে কলেজে আসতে দেখা যায় ডানপন্থী ছাত্রদেরও। সেই শিক্ষার্থীরা দাবি করে যে হিজাব পরা মেয়েদের ক্লাসে ঢোকার অনুমতি দেওয়া হলে তারাও গেরুয়া স্কার্ফ পরেই ক্লাস করবে।
উল্লেখ্য, হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল গত ডিসেম্বরে। এরপর থেকে পরপর কলেজে নিষিদ্ধ হয়েছে হিজাব। এই আবহে বিতর্কে জল ঢালতে নির্দেশিকা জারি করে কর্ণাটক সরকার। সরকারের তরফে জানানো হয়েছিল, প্রি ইউনির্ভাসিটির আওতায় যে সরকারি কলেজগুলি রয়েছে সেখানে কলেজ ডেভেলপমেন্ট বোর্ড যে পোশাক নির্দিষ্ট করেছে সেটাই থাকবে। আর যেখানে এই পোশাক বিধি বলে কিছু নেই, সেখানে পড়ুয়ারা এমন পোশাক পরতে পারেন যাতে করে সম্প্রীতি, সমতা ও আইন শৃঙ্খলা বজায় থাকে। তবে এই নির্দেশের পরও বিতর্ক থামেনি। আর তাই এবার হিজাব নিয়ে কিছুটা নমনীয় হল উদুপিরকলেজ কর্তৃপক্ষ।