কর্ণাটকে সম্প্রতি রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সেই আবহে এবার বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের ক্ষমতা হ্রাস করতে চলেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সরকার। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে সরকার ‘কর্ণাটক রাজ্য গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ বিশ্ববিদ্যালয় (কেএসআরডিপিআরইউ) বিল, ২০২৪’ পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেএসআরডিপিআরইউ আইনে সংশোধনী আনার জন্য শীতকালীন অধিবেশনে বিল পেশের সিদ্ধান্ত হয়েছে। এরফলে কর্ণাটকে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: বিপাকে সিদ্দা!মুদা প্লট কেলেঙ্কারি কেসে কর্ণাটকের CMকে তলব লোকায়ুক্ত পুলিশের
রাজ্যের মন্ত্রী এইচ কে পাটিল জানান, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের লক্ষ্য হল বিশ্ববিদ্যালয়ের কার্যকারিতা বৃদ্ধি এবং উন্নয়ন করা। গুজরাট ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে এই ধরনের নিয়ম রয়েছে বলে জানান মন্ত্রী। উল্লেখ্য, গত অগস্টে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। সেই সময় রাজ্যপাল একটি জমি কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন। তারপরেই এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের। জানা যাচ্ছে, মন্ত্রিসভা সেপ্টেম্বরেই কর্ণাটক রাজ্য গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ (সংশোধনী) বিল-২০২৪ এর জন্য অনুমোদন দিয়েছিল। এবার সিদ্ধান্ত হয়েছে যে আগামী বিধানসভা অধিবেশনে বিলটি পেশ করা হবে।
এর পাশাপাশি মন্ত্রী জানান, রাজ্যের পর্যটন খাতকে আরও উন্নয়নের লক্ষ্যে, কর্ণাটক পর্যটন বিভাগ একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের অধীনে রাজ্য জুড়ে ১২টি বিশিষ্ট পর্যটন অঞ্চলে রোপওয়ে এবং কেবল কার স্থাপনের পরিকল্পনা করেছে। এই কাজের জন্য ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে। নন্দী পাহাড়, সাভাদত্তি, ইয়াদগিরি, কোডাচাদ্রি এবং অঞ্জনাদ্রি সহ অন্যান্য স্থানে সমীক্ষা করা হচ্ছে বলে তিনি জানান। কর্ণাটক পর্যটন রোপওয়ে বিল সংশোধনী আইনের অংশ হিসেবে এই কাজ হচ্ছে। এর লক্ষ্য রাজ্যের পরিকাঠামো আরও উন্নত করা এবং পর্যটকদের কাছে কর্ণাটককে সবচেয়ে মনোরম এলাকায় পরিণত করা।