বাংলা নিউজ > ঘরে বাইরে > Karnataka Hijab Row: হিজাব বিতর্কে ইসলামিক কর্পোরেশনের সমালোচনার কোন জবাব ভারতের?

Karnataka Hijab Row: হিজাব বিতর্কে ইসলামিক কর্পোরেশনের সমালোচনার কোন জবাব ভারতের?

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (ANI)

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ওআইসির সমালোচনার প্রেক্ষিতে বলেন,'ভারতের ইস্যুগুলি বিবেচিত হয় ও তার সমাধান হয় আমাদের সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে। সেই সঙ্গে থাকে গণতান্ত্রিক নীতি ও রাজনীতি।'

কর্ণাটকের হিজাব বিতর্ক ঘিরে ইতিমধ্যেই পাকিস্তান সরব হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব আঙিনায় এই ইস্যুতে বহু দেশই মুখ খুলেছে। এদিকে, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনও এই হিজাব বিতর্কে মুখ খুলেছে। তারা ঘটনার প্রবল সমালোচনা করে। কর্ণাটকের হিজাব কাণ্ডের সমালোচনা ঘিরে ইসলামিক কর্পোরেশনের সমালোচনাকে সাম্প্রদায়িক মানসিকতার নামান্তর বলে আখ্যা দিয়েছে দিল্লি।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ওআইসির সমালোচনার প্রেক্ষিতে বলেন,'ভারতের ইস্যুগুলি বিবেচিত হয় ও তার সমাধান হয় আমাদের সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে। সেই সঙ্গে থাকে গণতান্ত্রিক নীতি ও রাজনীতি।' উল্লেখ্য, বিশ্বের ৫৭ টি দেশের সমষ্টি অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি তারা সমালোচনা করে, গত ডিসেম্বরে হরিদ্বারের ধর্ম সংসদের মঞ্চ বলা থেকে 'মুসলিম গণহত্যা'র বিষয়টি নিয়েও। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তারা মুসলিম মহিলাদের হেনস্থা ও কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে সমালোচনার পথে এগোয়। এদিকে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ওআইসির অবস্থান ও তাদের তরফে জারি করা বিবৃতির প্রেক্ষিতে, দিল্লি জানিয়েছে, 'এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্য।' পাল্টা সমালোচনার সুরে অরিন্দম বাগচি বলেন, বাস্তবকে সঠিকভাবে বিবেচনা না করেই ওআইসির সেক্রেটারিয়েট সাম্প্রদায়িক মানসিকতা ধরে রাখছে। পাশাপাশি, স্পষ্ট ইঙ্গিত দিয়ে ভারত জানিয়েছে, নিজ স্বার্থ চারিতার্থ করতে ওআইসিকে 'হাইজ্যাক' করা হচ্ছে, ও ভারতের বিরুদ্ধে জঘন্য প্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, নাম না করলেও 'নিজ স্বার্থে' ওআইসিকে 'হাইজ্যাক' করার প্রসঙ্গে যে দিল্লির নিশানায় পাকিস্তানই ছিল তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ওইসির জেনারেল সেক্রেটারির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, 'ক্রমাগত মুসলিমদের ওপর ও তাঁদের প্রার্থনার জায়গা হামলা ,বিভিন্ন জায়গায় মুসলিম বিরোধী আইনের সাম্প্রতিক প্রবণতা, তুচ্ছ কারণে মুসলিমদের উপর হিংসার ঘটনা, ইঙ্গিত করে ইসলামোফোবিয়া বেড়ে চলার দিকে।'একই সঙ্গে তারা গোটা বিশ্বকে তথা রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠানগুলিকে, মানবাধিকার সংগঠনগুলিকে এই ইস্যুতে পদক্ষেপ করার কথা বলেছে। এছাড়াও ভারতে মুসলিমদের নিরাপত্তা সুনিশ্চিতের জন্যও বার্তা দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। উল্লেখ্য,ওআইসির বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার আগে কর্ণাটক হিজাব ইস্যুতে বহু বিদেশি রাষ্ট্রগুলির সমালোচনাও নস্যাৎ করে দিল্লি।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

মুম্বইতে অভিজিৎ-এর পুজো, জমিয়ে ঢাক বাজালেন গায়ক মা ডাক শুনতে চান? জেনে নিন কীভাবে আপনার BMI একে প্রভাবিত করতে পারে জামশেদপুরে টাটা স্টিলের বাঙালি এমডির বাড়ির নকশা এঁকেছিলেন শিক্ষানবীশ রতন টাটা! ‘দ্বিচারিতার জন্য…’! অগ্নি ‘পুজো প্যান্ডেলে যাব’ বলায়, কটাক্ষ কুণালের মালিক রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির আদরের গোয়া! কিন্তু কে সে? অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন অনিকেত, ডাক্তারদের চিঠি দিল পুলিশ, জারি টেনশন চাঁদা তুলে পুজোয় বিশ্বাসী নন, নিজের পুজোয় ঢাকি হয়ে ধরা দিলেন গায়ক অভিজিৎ অদ্ভূত বোলিং! কেয়ার যাদবকে নকল করতে গিয়ে ফুল ফ্লপ রিয়ান! নো বল দিলেন আম্পায়ার… আর ৭ দিন পরেই শুক্রের ঘরে প্রবেশ রাজার, ৫ রাশির হবে বাম্পার লাভ, সম্পর্ক হবে দৃঢ় শুধু লাভের জন্য ব্যবসা করেননি, রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য সৌরভ সহ অন্যান্যদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.