বাংলা নিউজ > ঘরে বাইরে > Karnataka Hijab Row: ‘রাস্তায় বোরকা পরে না বের হলে...’, মাথাচাড়া দিয়ে উঠেছে 'মুসলিম ডিফেন্স ফোর্স'

Karnataka Hijab Row: ‘রাস্তায় বোরকা পরে না বের হলে...’, মাথাচাড়া দিয়ে উঠেছে 'মুসলিম ডিফেন্স ফোর্স'

কর্ণাটকের হিজাব বিতর্কে নয়া মোড়। এবার মুসলিম কট্টরপন্থী সংগঠন বোরকা পরার ফতোয়া জারি করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। (Imran Nissar)

Karnataka Hijab Row: কর্ণাটকের হিজাব বিতর্কে নয়া মোড়। এবার মুসলিম কট্টরপন্থী সংগঠন বোরকা পরার ফতোয়া জারি করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

বিগত কয়েক মাস ধরে কর্ণাটকে হিজাব বিতর্ক চরমে উঠেছিল। স্কুল ও কলেজে ইউনিফর্মের সাথে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। এরপরই এই মামলার জল গড়িয়েছিল আদালতে। সরকারের নির্দেশ উচ্চ আদালতে বহাল থাকলে শীর্ষ আদালতে আবেদন করা হয় হিজাব পরার পক্ষে সওয়াল করে। এই আবহে এবার সেরাজ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠেছে। ‘মুসলিম ডিফেন্স ফোর্স’ নামক গ্রুপটি নাকি হিজাব পরার জন্য ফতোয়া জারি করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মূলত ম্যাঙ্গালুরুতে এই গ্রুপের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, কর্ণাটকের হিজাব বিতর্কের সূত্রপাতও এই ম্যাঙ্গালোরেই। (আরও পড়ুন: কুরুক্ষেত্রে ‘লড়াই’ দিল্লি ও পঞ্জাব পুলিশের! ছাড়িয়ে নিয়ে আনা হল ধৃত BJP নেতাকে)

পুলিশ জানিয়েছে, 'মুসলিম ডিফেন্স ফোর্স' নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটি গত সপ্তাহে একটি বার্তা পোস্ট করে। তাতে মুসলিম মেয়েদের অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছিল, তাঁরা তাঁদের সন্তানদের সতর্ক করুক যাতে কেউ জনসমক্ষে তাঁদের বোরকা খুলে না ফেলে। কন্নড় ভাষায় করা পোস্টটিতে লেখা ছিল, ‘মলের বেসমেন্টে আমরা অনেককে বোরকা না পরে থাকতে এবং খারাপ আচরণ করতে দেখেছি। আমাদের কর্মীরা ইতিমধ্যে তাদের সতর্ক করেছে। এটা আবার চোখে পড়লে, তাদের মারধর করা হবে। মুসলিম ডিফেন্স ফোর্সের কর্মীরা মুসলিম মেয়েদের উপর নজরদারি করছে। যদি আপনাকে বোরকা ছাড়া ঘুরতে এবং খারাপ আচরণ করতে দেখা যায় তবে আপনাকে মারধর করা হবে।’

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে, ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার বলেছেন যে পুলিশ সোশ্যাল মিডিয়া গ্রুপটিকে ঘনিষ্ঠভাবে ট্র্যাক করছে। ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার এন শশী কুমার বলেন, ‘এই গোষ্ঠীর অনেক সদস্য তাদের আসল পরিচয় ব্যবহার করছেন না এবং অন্যরা বাইরে থেকে প্রাপ্ত নম্বর ব্যবহার করছেন। গ্রুপের অনেকেই আবার ভারতের বাইরেই আছেন। আমরা গোষ্ঠীটির উপর কড়া নজর রাখছি এবং যদি তাঁদের কোনও মেসেজের ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

বন্ধ করুন