বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: কলেজে সবার সামনে প্রিন্সিপালকে চড় MLA-র, কারণ শুনলে অবাক হবেন

Viral Video: কলেজে সবার সামনে প্রিন্সিপালকে চড় MLA-র, কারণ শুনলে অবাক হবেন

ছবি: টুইটার (Twitter)

বেশ কয়েকবার অধ্যক্ষকে চড় মারেন তিনি। জেডিএস বিধায়ক প্রথমে কলেজের অধ্যক্ষকে তাঁর সহকর্মীদের সামনেই অপমান করেন। এবং তারপর তাঁকে সরাসরি চড় মারতে শুরু করেন।

কলেজের অধ্যক্ষকে লাঞ্ছনা। সর্বসমক্ষে শিক্ষকের গালে চড় বিধায়কের। ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজনীতিবিদের আচরণে উঠেছে তুমুল নিন্দার ঝড়।

কোথাকার ঘটনা?

সোমবার, ২০ জুন কর্ণাটকের মান্ডা শহরের ঘটনা। এম শ্রীনিবাস নামে জনতা দলের (সেকুলার) ওই MLA কলেজ পরিদর্শনে যান। সেই সময়ে নলওয়াদি কৃষ্ণরাজা ওয়াদিয়ার আইটিআই কলেজের প্রিন্সিপালকে চড় মারেন।

কিন্তু কেন?

কম্পিউটার ল্যাবের উন্নয়নমূলক কাজ কেমন চলছে? অধ্যক্ষকে প্রশ্ন করেন বিধায়ক। প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। আর সেই কারণে শ্রীনিবাস প্রিন্সিপালের উপর ক্রুদ্ধ হয়ে যান।

এরপরেই বেশ কয়েকবার অধ্যক্ষকে চড় মারেন তিনি। জেডিএস বিধায়ক প্রথমে কলেজের অধ্যক্ষকে তাঁর সহকর্মীদের সামনেই অপমান করেন। এবং তারপর তাঁকে সরাসরি চড় মারতে শুরু করেন।

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান অধ্যক্ষ। ভয় পেয়ে যান অধ্যাপকরাও। সকলকে অসন্তুষ্ট শ্রীনিবাসকে শান্ত করার চেষ্টা করতে দেখা গিয়েছে। কলেজের অধ্যক্ষ কোনও অভিযোগ দায়ের না করলেও, সরকারি কর্মচারী সমিতির সভাপতি শম্ভু গৌড়া জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসকের কাছে তোলা হবে।

বিধায়কের আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। তাঁর পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। এ বিষয়ে জেডিএস-এর তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

বন্ধ করুন