স্বাধীনতা দিবসে যখন গোটা দেশে উৎসবের মেজাজ ছিল, তখন কর্ণাটকে ফের একবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল। টিপু সুলতানের ও ভিডি সাভরকরের ছবিকে কেন্দ্র করে হিংসা ছড়ায় কর্ণাটকের শিবামোগ্গায়। এর জেরে কর্ণাটক পুলিশ ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয় সেই শহরে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) মতাদর্শী ভিডি সাভারকর এবং ১৮ শতকের শাসক টিপু সুলতানের ব্যানারকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের বাঁধে। এরপরে কর্ণাটক পুলিশ সোমবার শিবামোগ্গা শহরে ফৌজদারি কার্যবিধি কোডের (সিআরপিসি) ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করে।
বিষয়টি নিয়ে অবগত এক সিনিয়র পুলিশ অফিসার জানান, স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে শিবামোগ্গায় আমির আহমেদ সার্কেলে সাভারকরকে নিয়ে একটি ব্যানার লাগানো হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ কর্তা বলেন, ‘ব্যানার লাগানোর পর সেখানকার স্থানীয় একদল মুসলিম যুবক আপত্তি জানায়। এরপর তারা সেই ফ্লেক্স ব্যানার সরিয়ে দেয়। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি হয়।’
অভিযোগ, সাভরকরের ব্যানার সরিয়ে সেই যুবকরা টিপু সুলতানের ব্যানার লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ গিয়ে সেখানে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার কয়েকজন হিন্দু যুবক ফের গিয়ে সেখানে সাভারকরের ব্যানার লাগানোর চেষ্টা করে। তবে পুলিশ সেই সময় তাদের বাধা দেয়। এরপরই শহর জুড়ে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো কট্টরপন্থী হিন্দু সংগঠন শিবামোগ্গায় বিক্ষোভ প্রদর্শন করে। এই আবহে সোমবার শহরে দুই জন ছুরিকাঘআতে জখম হন। তবে সেই ঘটনার সঙ্গে এই উত্তেজনার কোনও সম্পর্ক রয়েছে কি না তা পুলিশ স্পষ্ট করে জানায়নি। সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করা হয় স্থানীয় প্রশাসনের তরফে।