বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ওরা কখনও ভারত মাতার জয় বলবে না’,হিজাব বিতর্কের মাঝেই মাদ্রাসা নিষিদ্ধ করার দাবি

‘ওরা কখনও ভারত মাতার জয় বলবে না’,হিজাব বিতর্কের মাঝেই মাদ্রাসা নিষিদ্ধ করার দাবি

কর্ণাটকে মাদ্রাসা নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি বিধায়ক

মাদ্রাসা নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি বিধায়ক

বিগত বেশ কয়েক মাস ধরে কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক চলেছে তুঙ্গে। সেই বিবাম মিটতে না মিটতেই এবার মাদ্রাসা নিয়ে নয়া বিতর্ক শুরু হল দক্ষিণের এই বিজেপি শাসিত রাজ্যে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের রাজনৈতিক সচিব তথা বিধায়ক রেণুকাচার্য শনিবার দাবি তোলেন যাতে রাজ্যের মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে এই আবেদন জানান রেণুকাচার্য।

রেণুকাচার্য এদিন বলেন, ‘আমি কংগ্রেস নেতাদের জিজ্ঞাসা করি কেন আমাদের স্কুলের জায়গায় মাদ্রাসার প্রয়োজন? তারা মাদ্রাসায় কি প্রচার করে? তারা নিষ্পাপ শিশুদের প্ররোচনা দেয়। আগামিকাল তারা আমাদের দেশের বিরুদ্ধে যাবে এবং তারা কখনই ভারত মাতা কি জয় বলবে না।’

তিনি আরও বলেন, ‘তারা মাদ্রাসায় এ ধরনের (কট্টরপন্থী) শিক্ষা দিচ্ছে। তাই মাদ্রাসা নিষিদ্ধ করার জন্য মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছি আমি। আমাদের কি অন্য স্কুল নেই যেখানে হিন্দু ও খ্রিস্টান শিক্ষার্থীরা পড়াশোনা করে? এখানে দেশবিরোধীদের শিক্ষা দেওয়া যাবে না। মাদ্রাসা নিষিদ্ধ করা হোক বা অন্য স্কুলে আমরা যা পড়াই তা সিলেবাসে পড়াতে হবে।’

উল্লেখ্য, হিজাব বিতর্কের আবহে কর্ণাটকের রাজনৈতিক আবহাওয়া বেশ উত্তপ্ত বিগত বেশ কয়েক মাস ধরে। এই আবহে মাদ্রা বন্ধের দাবি নতুন করে বিতর্কে ঘী ঢালার কাজ করবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে সম্প্রতি কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা দাবি করেছিলেন, দেশের সব মুসলিম ও খ্রিস্টান একদিন আরএসএস করবে। এই মন্তব্য নিয়েও জোর বিতর্ক হয়েছিল। আর এবার রেণুকাচার্য মাদ্রাসা নিষিদ্ধ করার দাবি তুললেন।

বন্ধ করুন