জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় শনিবার দুটি এনকাউন্টারে শহিদ হলেন দুই সেনা। এদিকে এই গুলির লড়াইতে কমপক্ষে চার বিচ্ছিনতাবাদী জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরর চিনিগাম ও মাদেরগাম এলাকায় এই এনকাউন্টারগুলি চলছে। রিপোর্ট অনুযায়ী, কুলগাম জেলার মদেরগাম গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান শুরু করেছিল সেনা, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশ। গ্রামে ঢুকে শনিবার সকাল থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী। সেই সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। সেই সময় এক সেনা জওয়ান গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। (আরও পড়ুন: লাদাখের দিকে এগোচ্ছে PLA, প্যানগংয়ের কাছেই তৈরি চিনা বাঙ্কার, মোতায়েন সামরিক যান)
এদিকে পৃথক এক অভিযানে চিনিগাম এলাকাতেও এনকাউন্টার শুরু হয় শনিবার। চিনিগামে অভিযান চালানোর সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় যৌথ বাহিনীর। সেই এনকাউন্টারে চার জঙ্গিকে খতম করে সেনা। এদিকে চিনিগাম এবং তার আশেপাশে এখনও আরও কয়েকজন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে অভিযান জারি রেখেছে যৌথ বাহিনী। চলছে গুলির লড়াই। ক্যামেরাযুক্ত ড্রোন উড়িয়ে দেখা গিয়েছে, চিনিগাম এলাকায় চার জঙ্গির মৃতদেহ পড়ে রয়েছে। তবে এনকাউন্টার চলতে থাকায় সেই দেহগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে এই এনকাউন্টারেও আরও এক জওয়ানের মৃত্যু হয়। এছাড়া আরও একজন জওয়ান জঙ্গিদের হামলায় গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
এই এনকাউন্টাক প্রসঙ্গে জানতেই ঘটনাস্থলে পৌঁছে যান কাশ্মীর পুলিশের আইজি ভি কে বিরধি। পরে তিনি জানান, সব জঙ্গিকে নিকেশ না করা পর্যন্ত এই অভিযান জারি থাকবে। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সুরক্ষা বাহিনী সন্ত্রাসবাদীদের গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রেখে চলেছে। অভিযান চালিয়ে লুকিয়ে থাকা এই জঙ্গিদের খতম করা নিরাপত্তা বাহিনীর জন্যে একটি উল্লেখযোগ্য সাফল্য। এদিকে চিনিগামের পাশাপাশি মাদেরগাম এলাকার অভিযানও জারি রয়েছে। এই দুই এলাকার আশেপাশেও কড়া নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, সাম্প্রতিককালে দক্ষিণ কাশ্মীরের এই এলাকায় জঙ্গি কার্যকলাপ হঠাৎ বেড়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছে। এর আগে জুন মাসে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ভাদেরওয়াহ সেক্টরের গান্দোহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়েছিল। আর এবার জুলাইয়ের শুরুতেই ফের জঙ্গি নিকেশে সফল্য পেল বাহিনী।