জম্মু ও কাশ্মীরের বারামুল্লা লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে ২০ মে। এর দু'দিন আগে শনিবার রাতে সোপিয়ান ও অনন্তনাগে দুই সন্ত্রাসী হামলা চালালো পাক মতদপুষ্ট জঙ্গিরা। এই হামলার জেরে ভারতীয় জনতা পার্টির এক প্রাক্তন সরপঞ্চ নিহত হয়েছেন। এবং অপর ঘটনায় এক পর্যটক দম্পতি গুরুতর ভাবে জখম হয়েছেন। (আরও পড়ুন: 'অনেক বাড়বে', সরকারি কর্মীদের জন্য সুখবর, ভোটের মাঝে ডিএ নিয়ে বড় ঘোষণা মমতার)
আরও পড়ুন: সরকারি কর্মীদের মাথায় পড়ল বাজ, খুশির খবর শুনিয়েও নির্দেশিকা বাতিল ভোটের মাঝে
রিপোর্ট অনুযায়ী, শনিবার অনন্তনাগের ইয়ান্নারে জয়পুরের বাসিন্দা ফারহা ও তাঁর স্বামী তাবরেসকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপরই সেখান থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই জঙ্গি হামলার পরে গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। এদিকে অনন্তনাগের সেই ঘটনার আধ ঘণ্টার মধ্যেই রাত সাড়ে দশটা নাগাদ সোপিয়ানের হিরপোরায় আরও একটি জঙ্গি হামলা হয়। সেই হামলায় প্রাক্তন সরপঞ্চ আইজাজ শেখকে গুলি করে খুন করা হয়। এই ঘটনার পর এক বিবৃতিতে বিজেপি আইজাজ শেখকে জম্মু ও কাশ্মীরে দলের 'সাহসী সৈনিক' বলে অভিহিত করে। মৃত আইজাজের পরিবারের পাশে থাকারও বার্তা দেয় দল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আইজাজের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে মোদী বন্দনা করতে শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, 'নরেন্দ্র মোদী হিন্দু ও মুসলিমদের মধ্যে ভেদাভেদ করেন না।' একাধিক সরকারি প্রকল্পের কথা উল্লেখ করে আইজাজ দাবি করেছিলেন কাশ্মীরের যুব সমাজ মোদীর সঙ্গে আছে। আর সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার কিছু দিনের মধ্যেই তাঁকে খুন করল জঙ্গিরা। (আরও পড়ুন: 'রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম রাজনীতি করছে', সাধুর নাম করে বিস্ফোরক মমতা)
আরও পড়ুন: খাড়গের 'হুঁশিয়ারির' পর অধীরকে এবার 'রামের বাড়িতে' আসার আহ্বান সুকান্তর
উল্লেখ্য, অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনে ২৫ মে ভোটগ্রহণ হবে। এর কয়েকদিন আগেই এই জোড়া হামলা ঘটল সেখানে। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুক ও ওমর আবদুল্লা সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন। উল্লেখ্য, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মুফতি অনন্তনাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওদিকে ন্যাশনাল কনফারেন্স সহ-সভাপতি ওমর আবদুল্লা বারামুলা থেকে লড়ছেন। সেখানে ভোট ২০ মে।
মেহবুবা মুফতি বলেন, কোনও কারণ ছাড়াই এই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। এই আবহে এই জঙ্গি হামলা বেশ উদ্বেগের। বিশেষ করে ভারত সরকার যে দাবি করছে যে কাশ্মীরের অবস্থা স্বাভাবিক, সেই কথা মাথায় রেখে এটি বেশ উদ্বেগের। উল্লেখ্য, এর আগে ১৯ এপ্রিল উধমপুর এবং জম্মুতে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন। আর গত ১৩ মে নির্বাচন হয়েছিল শ্রীনগরে। জম্মু ও কাশ্মীরের বাকি দুই আসন বারামুলা এবং অনন্তনাগ-রাজৌরিতে ভোট অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী দুই দফায়।