বাংলা নিউজ > ঘরে বাইরে > আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে বিল পাস কেরলে, সিপিএমের আখড়া…বলছেন বিরোধীরা

আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে বিল পাস কেরলে, সিপিএমের আখড়া…বলছেন বিরোধীরা

কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান (PTI Photo) (PTI)

বিরোধীদের দাবি, কেরল সরকার তাদের পছন্দের লোকজনকে বিশ্ববিদ্য়ালয়ের আচার্য হিসাবে নিয়োগ করতে চাইছে। এর মাধ্যমে সরকার বিশ্ববিদ্যালয়গুলিকে কমিউনিস্ট বা মার্ক্সীয় আখড়া বানাতে চাইছে।

রাজ্যের আওতায় থাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে বিল পাস করল কেরল বিধানসভা। University Laws(Amendment) বিল পাস করা হয়েছে এদিন। ওই পদে রাজ্যপালকে সরিয়ে সেখানে বিখ্যাত শিক্ষাবিদকে নিযুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার। স্পিকার এএন শামসির জানিয়েছেন, বিলটি পাস করা হয়েছে।

বিলটি পাশ করার আগে ঘণ্টাখানেক ধরে এনিয়ে আলোচনা করা হয়। এরপর বিলটি পাস করা হয়। তবে কংগ্রেস পরিচালিত ইউডিএফ এনিয়ে সরাসরি বিরোধিতা করেনি। তবে তাদের তরফে জানানো হয়েছে. রাজ্যপালকে চ্যান্সেলর পদ থেকে সরানোর বিরোধিতা আমরা করছি না। তবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা কেরল হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিদের মধ্য়ে থেকে নিয়োগ করা হোক।

পাশাপাশি বিরোধীদের তরফে বলা হয়েছে, প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য় আলাদা করে আচার্য রাখার দরকার নেই। তবে এই সিলেকশন কমিটিতে কেরলের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ও কেরল হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাখা হোক।

তবে রাজ্যের আইনমন্ত্রী পি রাজীভি জানিয়েছেন, সিলেকশন প্যানেলে একজন বিচারককে রাখা যাবে না। এক্ষেত্রে স্পিকারকে রাখা যেতেই পারে।

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতিদেরই একমাত্র নিয়োগ করা হবে এমনটা হবে না।

এদিকে বিরোধীদের দাবি, কেরল সরকার তাদের পছন্দের লোকজনকে বিশ্ববিদ্য়ালয়ের আচার্য হিসাবে নিয়োগ করতে চাইছে। এর মাধ্যমে সরকার বিশ্ববিদ্যালয়গুলিকে কমিউনিস্ট বা মার্ক্সীয় আখড়া বানাতে চাইছে।

এদিকে কেরলে পিনারাই বিজয়নের সরকার ও রাজ্য়পাল আরিফ মহম্মদ খানের মধ্য়ে মাঝেমধ্য়েই সংঘাত বাঁধে। সেই আবহের মধ্যেই এবার আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর উদ্যোগ।

 

পরবর্তী খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.