বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala battles Covid-19: স্বাস্থ্য খাতে বিশেষ ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা করার জন্য ২০,০০০ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করল কেরালা সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
ভারতে Covid-19 আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। এখনও পর্যন্ত রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন ২৮ জন।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এপ্রিল ও মে মাসে গ্রামীণ উন্নয়ন গ্যারান্টি প্রকল্পে ওই টাকা বণ্টন করা হবে। মার্চ মাসে সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়া হবে।’
বিজয়ন বলেন, ‘একসঙ্গে দুই মাসের পেনশন জমা পড়বে এবং এই খাতে মোট ১,৩২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রত্যেক পরিবার, যাঁরা সামাজিক নিরাপত্তা প্রকল্পের অধীনে পড়েন না, তাঁদের পরিবারপিছু ১,০০০ টাকা দেওয়া হবে।’
এ ছাড়াও ৫০০ কোটি টাকার স্বাস্থ্য প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
পরবর্তী খবর