কোঝিকোড় বিমানবন্দরে বিমান দুর্ঘটনার উদ্ধারকাজ তদারকি করতে গিয়ে ২৩ জন সরকারি আধিকারিক কোয়ারেন্টাইনে যাওয়ার পরে শুক্রবার থেকে কোয়ারেন্টাইনে গেলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্য মন্ত্রিসভার ৭ সদস্য।
এ দিন মুখ্যমন্ত্রীর দফতর সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে জানিয়েছে, স্বেচ্ছা নির্বাসনে যাওয়ার ফলে আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি ১৫ অগস্ট জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তাঁর বদলে সেই দিন পতাকা উত্তোলন করবেন রাজ্যের পর্যটন মন্ত্রী কাদাকামপল্লি সুরেন্দ্রন।
কোঝিকোড় বিমান দুর্ঘটনার পরের সকালে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয়ন। ওই দুর্ঘটনায় বিমানের ১৮ জন আরোহী নিহত হন।
বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়ার পরে মালাপ্পুরমের জেনাশাসক কে গোপালকৃষ্ণন ও পুলিশ সুপার ইউ আবদুল করিম কোভিড পজিটিভ ধরা পড়ার পরে কোয়ারেন্টাইনে গিয়েছেন। এ ছাড়া, উদ্ধারকাজের তদারকিতে নিযুক্ত ২১ জন সরকারি আধিকারিকও করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, যে এলাকায় বিমানটি ভেঙে পড়ে, সংক্রমণের কারণে সেটি আগেই কন্টেনমেন্ট এলাকা হিসেবে চিহ্নিত হয়েছিল।
উদ্ধারকাজে অংশ নিতে ওই এলাকায় যাওয়ার কারণে স্বাস্থ্যমন্তচ্রী কে কে শৈলজা-সহ রাজ্যের সাত মন্ত্রী ও কেরালার ডিজিপি লোকনাথ বেহরা স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কেরালায় ১,৫৬৯ জন নতুন করোনা আক্রান্তের খবর পাওয়ায় রাজ্যের মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৪১,২৪৬। চব্বিশ ঘণ্টায় আরও ১০ জনের সংক্রমণজনিত মৃত্যুর জেরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০। গত জানুয়ারি মাসে চিন থেকে ফেরা এক মেডিক্যাল ছাত্রের সুবাদে কেরালার ত্রিশূরে প্রথম করোনাভাইরাস প্রবেশ করে।