রমেশ বাবু
কেরলে পিকনিকে যাওয়ার পথে নদীতে তলিয়ে মৃত্যু হল তিনজনের। ভয়াবহ ঘটনা। তিরুবনন্তপুরম জেলার কাল্লার নদীতে এক পুলিশকর্মী সহ তিনজন তলিয়ে যান। পুলিশ সূত্রে খবর, ১২ বছর বয়সী এক কিশোরীকে বাঁচাতে গিয়েই তলিয়ে যান তারা। আর আশ্চর্যজনকভাবে নদীর ধারে একটি পাথর আঁকড়ে ধরে বেঁচে গিয়েছে ওই কিশোরী।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পরিবারের ৯জন সদস্য় পনমুড়ি পাহাড়ে পিকনিক করতে যাচ্ছিলেন। রাজধানী শহর থেকে প্রায় ৫০ কিমি দূরে এই জায়গাটি। এদিকে রাস্তার কিছুটা অংশ ভেঙে যাওয়ায় তারা দাঁড়িয়ে পড়েন।
এরপর পরিবারের কয়েকজন সদস্য নদীতে নেমে পড়েন। তবে নদীতে স্রোত ভালোই ছিল। এমন সময় আচমকাই ওই কিশোরী পা পিছলে পড়ে যায়। তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় আরও তিনজন।
নদীর স্রোতে ভেসে যায় তারা। এদিকে ভাগ্যবশত ওই কিশোরী একটি পাথর ধরে কোনওরকমে বেঁচে যায়। স্থানীয়রা তাকে বাঁচিয়ে দেয়। স্থানীয়দের দাবি, নদীটা সংকীর্ণ। কিন্তু কিছু জায়গায় গভীরতা আছে। সেজন্য প্রশাসনও এই নদীতে নামতে বারণ করে।
পরে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম এম ফিরোজ, এম জাফান ও জাভেদ। ফিরোজ রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন।