এক দলিত কিশোরীকে ৫ বছর ধরে ৫৯ জন ধর্ষণ করেছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে কেরলের পাথানামথিট্টায়। সেই অভিযুক্তদের মধ্যে থেকে ৫৭ জনকেই গ্রেফতার করেছে কেরল পুলিশ। প্রাথমিক ভাবে এই মামলায় ৪টি এফআইআর হয়েছিল। পরে আরও বেশ কয়েকটি এফইআর হয় সেই নির্যাতিতা নাবালিকার অভিযোগের ভিত্তিতে। পরে পাথানামথিট্টার এসপি ভিভিজি বিনোদ কুমার জানান, ২৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। সেই দলই এই মামলাগুলো তদন্ত করছে। তদন্তের তত্ত্বাবধানে আছেন দক্ষিণ জোনের ডিআইজি অজিতা বেগম সুলতান। (আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীকে করিয়ে দিয়েছিলেন পাসপোর্ট, পুলিশের জালে সেই BJP নেতা)
আরও পড়ুন: 'ছেলের ফাঁসি হোক…একা কাঁদব', আরজি করের নির্যাতিতাকে 'মেয়ের মতো' বললেন সঞ্জয়ের মা
আরও পড়ুন: ঊষার বহু আগে 'জনপ্রিয়' হন তাঁর পিসি-ঠাম্মা, মার্কিন সেকেন্ড লেডিকে বললেন…
এর আগে সেই দলিত কিশোরী অভিযোগ করে, ১৩ বছর বয়স থেকে তাঁকে ৬২ জন ধর্ষণ করেছে। এর মধ্যে মামলায় অভিযুক্ত করা হয় ৫৯ জনকে। অভিযুক্তদের মধ্যে ২ জন এখন বিদেশে। তাছাড়া বাকি ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ৪টি থানায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায়। এমনকী সেই কিশোরী জানান, তাঁকে ৫ জন নাবালকও যৌন হেনস্থা করেছিল। তদন্তে জানা গিয়েছে, ব্ল্যাকমেল করে সেই কিশোরীকে স্থানীয় বাসস্ট্যান্ডে ডাকা হত। তারপর সেখান থেকে তাঁকে বিভিন্ন জন গাড়িতে করে নানান জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বিগত ৫ বছর ধরে। এর মধ্যে অন্তত ৫ বার সেই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছিল। (আরও পড়ুন: কয়েক ঘণ্টায় ফের টিকটক চালু আমেরিকায়, ট্রাম্পকে ধন্যবাদ জানাল চিনা প্ল্যাটফর্ম)
আরও পড়ুন: 'ওর নামে মেয়ে ঘটিত অভিযোগ শুনিনি… আরজি করে অন্য কেউ…', মুখ খুললেন সঞ্জয়ের বোন
আরও পড়ুন: মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি, বিস্ফোরণে শ্বাসনালী সহ পুড়েছিল দেহের ৭৪%
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুই মাস আগে ১৮ বছরে পা দেওয়া ওই কিশোরী অভিযোগ করেছেন, গত বেশ কয়েক বছর ধরে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। জানা যায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাউন্সেলিংয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। এই কিশোরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁর মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন। এরপরই চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে বিষয়টি জানানো হয়েছিল। বিষয়টি তারপর পুলিশকে জানানো হয়। এরপরই পুলিশ তদন্তে নেমে গ্রেফতারি শুরু করে। এই কিশোরীর ওপর অত্যাচারের ঘটনায় মোট ৬২ জন জড়িত। তাদের মধ্যে একজনের কাছে সেই কিশোরীর ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে রাখা ছিল বলে অভিযোগ। সেই ভিডিয়ো দেখিয়েই বারংবার তাঁকে ব্ল্যাকমেল করা হয়েছিল এবং পরপর ধর্ষণ করা হয়েছিল। পাথানামথিট্টা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রাজীব এন জানান, সেই কিশোরী স্কুলের কাউন্সেলিংয়ের সময় প্রথমবারের মতো নিজের ওপর হওয়া অত্যাচারের বিষয়ে মুখ খোলেন। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হস্তক্ষেপে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দা থেকে ক্লাসমেটরাও যৌন হেনস্থা এবং ধর্ষণ করেছে সেই কিশোরীকে। পুলিশ পকসোর ধারায় মামলা রুজু করে।