বাংলা নিউজ > ঘরে বাইরে > কেরালা সোনা পাচারকাণ্ডে যুক্ত দাউদ, তানজানিয়ায় বিশাল চক্রের হদিশ

কেরালা সোনা পাচারকাণ্ডে যুক্ত দাউদ, তানজানিয়ায় বিশাল চক্রের হদিশ

এনআইএ-র দাবি, সোনা পাচার মামলায় অভিযুক্তদের অনেকে দাউদের দলের সঙ্গে বেশ কয়েক বার তানজানিয়া সফরে গিয়েছিল।

সোনা পাচার মামলায় অভিযুক্তদের অনেকেই দাউদের দলের সঙ্গে বেশ কয়েক বার তানজানিয়া সফরে গিয়েছিল।

কেরালা সোনা পাচারকাণ্ডে এবার নাম জড়াল পাকিস্তানে আশ্রিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের। কোচির আদালতে এমনই দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ। 

এনআইএ-র দাবি, সোনা পাচার মামলায় অভিযুক্তদের অনেকেই দাউদের দলের সঙ্গে বেশ কয়েক বার তানজানিয়া সফরেও গিয়েছিল। সে দেশে দাউদের বিশাল নেটওয়ার্ক রয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থা।

এর আগে ইউএপিএ আইনের একাধিক ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিল অভিযুক্তরা। তাদের যুক্তি, সোনা পাচার আদতে আর্থিক দুর্নীতির শ্রেণিভুক্ত এবং তা কোনও মতেই সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয়। তার পালটা যুক্তিতে এনআইএ জানায়, অভিযুক্তদের কারও কারও দেশদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে।

সেই যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে সংস্থা জানিয়েছে, মামলায় পাঁচ নম্বর অভিযুক্ত কে টি রামিস এবং ১৩ নম্বর অভিযুক্ত এম শরাফউদ্দিন একাধিক বার দাউদ ঘনিষ্ঠ ফিরোজ ওয়েসিসের সঙ্গে তানজানিয়ায় দেখা করে ভারতে আগ্নেয়াস্ত্র পাচারের ছক কষেছিল। 

এর আগে রামিসকে পাচার হওয়া রিভলভার-সহ কোঝিকোড় বিমানবন্র থেকে গ্রেফচার করেছিল পুলিশ। তবে সেই সময় নিজেকে শ্যুটিং অ্যাসোসিয়েশনের সদস্য বলে পরিচয় দিয়ে জরিমানা দিয়ে ছাড়া পায় সে। 

অন্য এক অভিযুক্ত মহম্মদ আলি সম্পর্কে এনআইএ-র অভিযোগ, বিতর্কিত প্রশ্নপত্র তৈরি করার জন্য এক কলেজ শিক্ষকের পাত কেটে ফেলেছিল অভিযুক্ত। তার সঙ্গে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সংযোগ রয়েছে বলেও দাবি করেছে গোয়েন্দা সংস্থা। 

অন্য দিকে, সোনা পাচার মামলায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাক্তন ব্যক্তিগত সচিব এম শিবশংকরকে জেরা করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ডেকে পাঠালে বুধবার তিনি অগ্রিম জামিনের আবেদন আদালতে জমা দিয়েছেন। 

ঘরে বাইরে খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.