বাংলা নিউজ > ঘরে বাইরে > Wayanad landslide: রিসার্চারদের ওয়েনাড়ে না যেতে বলেও বিজ্ঞপ্তি প্রত্যাহার করল কেরল সরকার

Wayanad landslide: রিসার্চারদের ওয়েনাড়ে না যেতে বলেও বিজ্ঞপ্তি প্রত্যাহার করল কেরল সরকার

বিতর্ক হতেই ওয়েনাড নিয়ে বিজ্ঞানীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল সরকার (PTI)

রাজ্যের ত্রাণ কমিশনার এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান সচিব টিকু বিসওয়াল গত ১ আগস্ট এই বিজ্ঞপ্তি জারি করেছিলেন। তাতে বলা হয়েছিল, রাজ্যের বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ঘটনাস্থল পরিদর্শন করতে পারবে না। 

ভয়ঙ্কর বিপর্যয়ে ওয়েনাড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধসের জেরে এখনও পর্যন্ত সেখানে মৃত্যু সংখ্যা ৩০০ ছাপিয়ে গিয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে বহু মানুষ। জোর কদমে চলছে উদ্ধারকার্য। সেই আবহে একটি বিজ্ঞপ্তি জারি করে বিতর্কে জড়িয়েছিল কেরল সরকার। বিজ্ঞপ্তিতে বিজ্ঞানী ও গবেষকদের ওয়েনাড়ের ভূমিধস অঞ্চল পরিদর্শন করা এবং সংবাদ মাধ্যমে মতামত দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছিল। তা নিয়ে বিতর্ক শুরু হতেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল সরকার। জানা যাচ্ছে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আদেশটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: রাহুলের পর এবার ধস বিধ্বস্ত ওয়ানাড়ে টিম পাঠাচ্ছে তৃণমূল, কারা যাবেন?

সূত্রের খবর, রাজ্যের ত্রাণ কমিশনার এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান সচিব টিকু বিসওয়াল গত ১ অগস্ট এই বিজ্ঞপ্তি জারি করেছিলেন। তাতে বলা হয়েছিল, রাজ্যের বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ঘটনাস্থল পরিদর্শন করতে পারবে না। তাছাড়া, বিজ্ঞানীরা ওয়েনাড বিপর্যয় নিয়ে তাঁদের মতামত, সমীক্ষা-তথ্য সংবাদ মাধ্যমের সঙ্গে ভাগ করতে পারবেন না। এই বিজ্ঞপ্তি জারির কয়েকঘণ্টা পরেই কেরলের মুখ্য সচিব ভি ভেনু আরও একটি বিবৃতি জারি করে বলেছে, বিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিজ্ঞানীদের গবেষণা বা অধ্যয়ন পরিচালনা করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এর উদ্দেশ্য ছিল ভুল ব্যাখ্যা থেকে দূরে রাখা। যা জনসাধারণের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি করছে। 

তিনি বলেছেন, এখন গুরুত্বপূর্ণ বিষয় হল অবিলম্বে উদ্ধার, পুনরুদ্ধার এবং পুনর্বাসনের উপর জোর দেওয়া। ভুল ব্যাখ্যার কারণে মানুষের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি না করা।মুখ্যসচিব আরও বলেন, এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রীর কার্যালয় স্পষ্ট করে দিয়েছিল যে রাজ্য সরকারের এমন নীতি নেই। 

উল্লেখ্য, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ শুক্রবার ওয়ানাডে একাধিক ভূমিধসে ৩০৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও পর্যন্ত মন্ত্রী ১৯৫ টি  মৃতদেহ এবং ১১৩ টি দেহাংশ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ এবং প্রশাসন যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্য চালাচ্ছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে সমস্ত সুযোগ-সুবিধা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনা করতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এরপর তিনি ওয়ানাডে নিয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন।

পরবর্তী খবর

Latest News

সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.