বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala: সংঘাত তুঙ্গে, রাজ্যপালের বিরুদ্ধে আদালতে যেতে পারে কেরল সরকার

Kerala: সংঘাত তুঙ্গে, রাজ্যপালের বিরুদ্ধে আদালতে যেতে পারে কেরল সরকার

কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান (PTI) (HT_PRINT)

সেই অগস্ট মাস থেকে রাজ্য় সরকার একাধিকবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে রাজ্যপাল আরএসএসের আদর্শকে রাজ্যের শিক্ষাব্যবস্থার মধ্য়ে ছড়িয়ে দিতে চাইছেন।

শীঘ্রই রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে আদালতে যেতে পারে কেরল সরকার। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এনিয়ে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে কেরল সরকার। কিন্তু কেন এই উদ্যোগ নিচ্ছে কেরল সরকার?

সূত্রের খবর, আসলে সরকারের দাবি, কেরলের রাজ্যপাল বার বার রাজ্য় সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। একাধিক বিলে তিনি স্বাক্ষর করছেন না। এর জেরে রাজ্য সরকারের কাজে শূন্যতা তৈরি হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাজেও সমস্য়া তৈরি হচ্ছে।

তবে সরকার ঠিক কী ইস্যু আদালতে তুলবে তা এখনও পরিষ্কার নয়। সূত্রের খবর, গত অগস্ট মাসে রাজ্যপাল ও কেরল সরকারের মধ্যে সম্পর্কের ক্রমেই অবনতি হয়। সরকার রাজ্য়পালের কাছে যে ১১টি অর্ডিন্যান্স পাঠিয়েছিল সেখানে তিনি সই করতে চাননি বলে খবর।এরপর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকেন সেগুলি পাস করার জন্য।

এদিকে হিন্দুস্তান টাইমসকে এক আধিকারিক জানিয়েছেন, সরকার বিরোধী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করছে যাতে এই পরিস্থিতিতে তাঁদের অবস্থান কী হত সেটা জানা যায়। এদিকে সেই অগস্ট মাস থেকে রাজ্য় সরকার একাধিকবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে রাজ্যপাল আরএসএসের আদর্শকে রাজ্যের শিক্ষাব্যবস্থার মধ্য়ে ছড়িয়ে দিতে চাইছেন।

সিপিএমের এক শীর্ষ নেতা জানিয়েছেন, আমরা গোটা বিষয়টি একেবারে জাতীয়স্তরে নিয়ে যেতে চাইছি। এদিকে ১৫ নভেম্বর রাজভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালনের কথাও ভাবছে সরকার।

তবে রাজ্যপাল-রাজ্য সংঘাত অবশ্য় কমেনি এখনও। কেরলের মুখ্য়মন্ত্রীর বিদেশযাত্রা নিয়ে তিনি অন্ধকারে রয়েছেন বলেও সম্প্রতি রাজ্যপাল রাষ্ট্রপতিকে নালিশ জানান। বিজয়নের অনুপস্থিতিতে কে রাজ্য চালাবেন তা নিয়েও তাঁর কাছে সরকারিস্তরে তথ্য নেই বলে জানিয়েছিলেন রাজ্যপাল।

 

 

বন্ধ করুন