বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala High Court on animal sacrifice: পশু বলির মতো অবৈজ্ঞানিক ধর্মীয় রীতি রুখতে হবে, পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের

Kerala High Court on animal sacrifice: পশু বলির মতো অবৈজ্ঞানিক ধর্মীয় রীতি রুখতে হবে, পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের

পশু বলির মতো অবৈজ্ঞানিক ধর্মীয় রীতি রুখতে হবে, মন্তব্য হাই কোর্টের (PTI)

কেরল হাই কোর্টের তরফে পর্যবেক্ষণে বলা হল, অস্বাস্থ্যকর এবং অবৈজ্ঞানিক সকল রীতি বন্ধ হওয়া উচিত। ধর্মীয় ভাবাবেগের কারণেও যদি সেই রীতি পালন হয়ে থাকে, তাও তা বন্ধ হওয়া উচিত বলে মত উচ্চ আদালতের বিচারপতির। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি ভিজি অরুণ এই পর্যবেক্ষণের সঙ্গে ডঃ বিআর আম্বেডকরকে উদ্ধৃত করেন।

ধর্মে বিশ্বাসও আছে আবাহ 'অন্ধবিশ্বাস' আছে। এই আবহে এবার ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে বড় পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের। কেরল হাই কোর্টের তরফে পর্যবেক্ষণে বলা হল, অস্বাস্থ্যকর এবং অবৈজ্ঞানিক সকল রীতি বন্ধ হওয়া উচিত। ধর্মীয় ভাবাবেগের কারণেও যদি সেই রীতি পালন হয়ে থাকে, তাও তা বন্ধ হওয়া উচিত বলে মত উচ্চ আদালতের বিচারপতির। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি ভিজি অরুণ এই পর্যবেক্ষণের সঙ্গে ডঃ বিআর আম্বেডকরকে উদ্ধৃত করে বলেন, 'ডঃ আম্বেডকর বলেছিলেন, সত্যিকারের ধর্মী রীতি যুক্তির ভিত্তিতে পালন করা উচিত। মানবিকতার স্বার্থে ধর্মীয় রীতি পালন করা উচিত। ধর্মের প্রতি অন্ধবিশ্বাস থেকে কোনও রীতি পালন করা ঠিক নয়।'

আদালত আরও বলে, ধর্মের নামে পশু বলি একটি অন্ধ বিশ্বাসের থেকে জন্ম নেওয়া রীতি। এই রীতি বন্ধ করা উচিত। তিনি বলেন, সংবিধানের ২১ এবং ২৫ নং ধারা অনুযায়ী অনুযায়ী ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তবে এই ক্ষেত্রে পশু বলি ধর্মীয় রীতির অবিচ্ছেদ্য অংশ হলেও এটা ঠিক নয়। এরপর বিচারপতি পর্যবেক্ষণ করেন, বিগত সময়ে ভারত অনেক ধর্মীয় রীতি নিষিদ্ধ ঘোষণা করেছে। সতি দাহ, নরবলি এবং বাল্যবিবাহের মতো রীতিকে আইনত নিষিদ্ধ করা হয়েছে দেশে।

বিচারপতি বলেন, সংবিধানের ২৫ নং ধারায় বলা হয়েছে যে একজন মানুষ নিজের ধর্মী বিশ্বাস নিয়ে স্বাধীন ভাবে বাঁচতে পারে এই দেশে। তবে তাতে এও বলা হয়েছে যে সেই বিশ্বাসের কারণে জনসাধারণের সমস্যা যাতে না হয় এবং সমাজে যাতে শান্তি বজায় থাকে। পাশাপাশি সেই ধর্মীয় বিশ্বাসের থেকে জন্ম নেওয়া রীতি অমানবিক হলেও তা পালন করতে দেওয়া চলে না। সংবিধানের ২১ নং ধারা অনুযায়ী কোনও ব্যক্তি স্বাধীন ভাবে নিজের ধর্ম পালন করতে পারেন, পুজো, প্রার্থনা করতে পারেন। তবে তার সেই রীতির জন্য কোনও জীব হত্যা করা যায় না।

উল্লেখ্য, ধর্মীয় রীতির নামে পাখি বা অন্যান্য পশুর বলি রোধ করার আবেদন জানিয়ে একজন হাই কোর্টে আবেদন করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই শুনানি চলাকালীন বিচারপতি এই পর্যবেক্ষণ করেন। আবেদনকারীর অভিযোগ, শ্রীভ্রমরম্বিকা বিষ্ণুমায়াস্বাম দেবস্থানম্ প্রার্থনার নামে পশু বলি দিচ্ছে। এবং সেই বলির রক্ত রাস্তায় ভেসে আসছে। সেই মৃত পশুগুলির দেহাংশ এখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে আদালতের কাছে দ্বারস্থ হয়ে আবেদনকারী দাবি জানান, স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশকে যেন এর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.