বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala High Court on Child Custody: মা-বাবা উভয়ের ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে সন্তানের, পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের

Kerala High Court on Child Custody: মা-বাবা উভয়ের ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে সন্তানের, পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের

সন্তানের কাস্টডি নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের। (ছবিটি প্রতীকী)

উচ্চ আদালত বলে, সন্তানের কাস্টডি দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত যে, মা বা বাবা কারও সঙ্গে যেন সন্তানের সম্পর্ক পুরোপুরি ছিন্ন না হয়ে যায়।

বিবাহ বিচ্ছেদের সময় সন্তানের কাস্টডি পাওয়ার জন্য লড়াই করে থাকেন বাবা-মা উভয়ই। বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের কাস্টডি পান মা। তবে বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক যাতে পুরোপুরি ছিন্ন না হয়, সেদিকে নজর রাখে আদালত। এই বিষয়টির ওপর জোর দিয়েই কেরল হাই কোর্ট পর্যবেক্ষণ করল, মা-বাবা উভয়েরই ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে সন্তানের। আদালত বলে, সন্তানের কাস্টডি দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত যে, মা বা বাবা কারও সঙ্গে যেন সন্তানের সম্পর্ক পুরোপুরি ছিন্ন না হয়ে যায়।

কেরলের ডিভিশন বেঞ্চে বিচারপতি অনিল কে নরেন্দ্রন এবং বিচারপতি পিজি অজিতকুমার পর্যবেক্ষণ করেন, যদি সন্তানকে পিতামাতার মধ্যে কোনও একজনের সাথে যোগাযোগ করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তবে তাঁর সঙ্গে সন্তানের ‘আবেগ ও মানসিক বন্ধন’ ছিন্ন হয়ে যাবে। সন্তানের কাস্টডির প্রেক্ষিতে এর আগে সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণ বলেছিল, ‘পিতামাতা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত বলে সন্তানের যত্ন, স্নেহ, ভালোবাসা দায়িত্ব যেকোনও একজনকে দিতে হবে, এমনটা নয়। একটি শিশু কোনও জড় বস্তু নয় যে তাকে একজনের থেকে অপরজনের কাছে লুফে দেওয়া যেতে পারে। প্রতিটি বিচ্ছেদ এবং প্রতিটি পুনর্মিলন শিশুর উপর আঘাতমূলক এবং মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে।’

উল্লেখ্য, বর্তমান মামলায় একজন মা তাঁর কন্যা সন্তানের কাস্টডির দাবি করেন। পারিবারিক আদালত তাঁকে সন্তানের কাস্টডি দেয়। তবে শর্ত রাখা হয়, মাসের দ্বিতীয় শনিবার সকাল থেকে সাড়ে ২৭ ঘণ্টা সন্তানের অন্তর্বর্তীকালীন কাস্টডি পাবেন বাবা। এছাড়া প্রতি বুধবার সন্ধ্যায় আধ ঘণ্টার জন্য সন্তানের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সুযোগ পাবেন বাবা। এই নির্দেশের বিরোধিতা করে উচ্চ আদালতে যান সেই মা। এই আবহে উচ্চ আদালত একটি পর্যবেক্ষণ দিয়ে বলে, ‘সন্তানকে মায়ের সাথে থাকার অনুমতি দেওয়া হলেও পিতাকে সন্তানের সঙ্গে ঘন ঘন দেখা করার সুযোগ দিতে হবে। তাই পারিবারিক আদালতের আদেশে হস্তক্ষেপ করার কোনও কারণ খুঁজে পাচ্ছি না আমরা।’

ঘরে বাইরে খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.