বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala: পুরসভা দখল বামেদের,আসন দ্বিগুণ করেছে কংগ্রেস প্রভাবিত UDF, বিজেপি কোথায়?

Kerala: পুরসভা দখল বামেদের,আসন দ্বিগুণ করেছে কংগ্রেস প্রভাবিত UDF, বিজেপি কোথায়?

সোমবার কেরলের মাত্তানুর পুরসভায় জয়ী হল এলডিএফ (PTI) (HT_PRINT)

এবার পুরসভায় কিছু নতুন মুখের জয় হয়েছে। এনিয়ে ভোটের মুখে দ্বন্দ্বও কিছু কম হয়নি। দলের দুই হেভিওয়েট নেতা ভোটের আগেই বিক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। তার প্রভাব এবারের ভোটে পড়েছে কি না সেটাও যাচাই করে দেখছে দল।

উত্তর কেরলে শাসকদল লেফ্ট ডেমক্রেটিক ফ্রন্ট ( LDF) কুন্নুর জেলার মাত্তানুর পুরসভায় ক্ষমতা দখল করল। সোমবার বামেদের হাতেই গেল ক্ষমতার রাশ। ৩৫টি আসনের মধ্যে ২১টিতে জয়ী হয়েছে তারা। বিরোধী দল কংগ্রেস প্রভাবিত ইউনাইটেড ডেমক্র্যাটিক ফ্রন্টের (UDF) আসন কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাদের আসন সংখ্যা কার্যত দ্বিগুণ হয়েছে। ৭ থেকে বৃদ্ধি পেয়ে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৪। তবে এবার বিজেপি একটি আসনও পায়নি।

এবার তাৎপর্যপূর্ণভাবে বাম দুর্গে ইউডিএফের আসন বৃদ্ধি নিয়ে বাম নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ। সিপিএমের জেলা সম্পাদক এমভি জয়ারাজন জানিয়েছেন, দল গোটা বিষয়টি পর্যালোচনা করবে। তবে কংগ্রেসকে সহায়তা করেছে বিজেপি। কিন্তু বিজেপির একটি আসনও না পাওয়াকে ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এবার একটু পেছন ফিরে তাকানো যাক। ২০১৭ সালে এলডিএফ এই পুরসভাতেই একেবারে বিপুল জয় পেয়েছিল। সিপিএম একাই সেবার ২৫টি আসন দখল করেছিল। সেবার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ন্যাশানাল লিগ একটি করে আসন পেয়েছিল। ইউডিএফের মধ্যে কংগ্রেস পেয়েছিল চারটি আসন ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ পেয়েছিল তিনটি আসন।

এবার নেল্লুনি ওয়ার্ডের জয়ী সিপিএম প্রার্থী এন শাজিথ পুরসভার চেয়ারম্যান হতে পারেন। তবে এবার পুরসভায় কিছু নতুন মুখের জয় হয়েছে।  এনিয়ে ভোটের মুখে দ্বন্দ্বও কিছু কম হয়নি। দলের দুই হেভিওয়েট নেতা ভোটের আগেই বিক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। তার প্রভাব এবারের ভোটে পড়েছে কি না সেটাও যাচাই করে দেখছে দল। তবে এবার ইউডিএফ পুরসভা দখল করতে না পারলেও সমানে সমানে টেক্কা দিয়েছে বামেদের। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.