বাংলা নিউজ > ঘরে বাইরে > মঞ্চে মেয়েরা কেন পুরস্কার নিতে উঠেছে? প্রশ্ন তুলে আয়োজকদের ধমক ধর্মীয় শিক্ষাবিদের,তুঙ্গে বিতর্ক

মঞ্চে মেয়েরা কেন পুরস্কার নিতে উঠেছে? প্রশ্ন তুলে আয়োজকদের ধমক ধর্মীয় শিক্ষাবিদের,তুঙ্গে বিতর্ক

মেয়েদের মঞ্চে নাম ডাকা নিয়ে বিতর্ক কেরলে। প্রতীকী ছবি।  (Photo by Ahmad SAHEL ARMAN / AFP) (AFP)

এক ভাইরারল ভিডিয়োতে দেখা যায়, তিনি আয়োজকদের প্রবল ধমক দিয়ে প্রশ্ন করছেন, মঞ্চে কেন মেয়েদের ডাকা হচ্ছে, তা নিয়ে। তাঁকে বলতে শোনা যায়, 'এমন মেয়েদের ডাকবেন না। এটা আমাদের অপমান।' তাঁর দাবি মেয়েদের জায়গায় তাদের অভিভাবকদের ডেকে পুরস্কার দেওয়া উচিত ছিল। পরে আয়োজকরা বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নেন।

কেরলের মল্লপুরমে এক অনুষ্ঠানে মঞ্চে বালিকারা পুরস্কার গ্রহণ করাকে কেন্দ্র করে নয়া বিতর্ক শুরু হয়। সেখানে মঞ্চে দশম শ্রেণির ছাত্রীরা উঠতেই ক্ষোভে ফেটে পড়েন এক মুসলিম শিক্ষাবিদ। তিনি রীতিমতো বিষয়টি নিয়ে আয়োজকদের ধমক দিয়েছেন বলে এক ভিডিয়োতে দেখা গিয়েছে।

ঘটনার পর থেকে কেরল জুড়ে ব্যাপক প্রতিবাদ দেখা গিয়েছে। সেখানে বহু মুক্তমনা মানুষই এমন ভাবধারার বিরুদ্ধে গর্জে উঠেছেন। মহিলারা মঞ্চে উঠে পুরস্কার নেওয়া ঘিরে এই শিক্ষাবিদের আপত্তি অত্যন্ত পুরনো ভাবভঙ্গির বলে অনেকেই সরব হয়েছেন। উল্লেখ্য, মূল ঘটনা সোমবারের। সেদিন কেরলের মল্লপুরমের রামাপুরমে একটি নিউ মাদ্রাজা ভবনের নির্মাণ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহল কমিটির তরফে কয়েকজন সফল পড়ুয়াকে সম্মানিত করা হয়। সেই সময় নাম ডেকে পুরস্কৃত করা হচ্ছিল পড়ুাদের। ফলে ছাত্রীদের নামও উচ্চারণ করা হয়। এই ঘটনা ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন, এমটি আবদুল্লাহ মুসালিয়ার। এক ভাইরারল ভিডিয়োতে দেখা যায়, তিনি আয়োজকদের প্রবল ধমক দিয়ে প্রশ্ন করছেন, মঞ্চে কেন মেয়েদের ডাকা হচ্ছে, তা নিয়ে। তাঁকে বলতে শোনা যায়, 'এমন মেয়েদের ডাকবেন না। এটা আমাদের অপমান।' তাঁর দাবি মেয়েদের জায়গায় তাদের অভিভাবকদের ডেকে পুরস্কার দেওয়া উচিত ছিল। পরে আয়োজকরা বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নেন। নেপালে চিনের তৈরি বিমানবন্দরে পা রাখবেন না মোদী! কোন পথে লুম্বিনী যাচ্ছেন তিনি?

দেখা যায় সেখানে বহু শিক্ষকরাই বসে রয়েছেন, তবে কেউ বিষয়টির প্রতিবাদ করেননি। বাম শাসকদলের থেকে অন্নি রাজা বলেন, 'এটা খুবই খারাপ ঘটনা। মহিলাদের উৎসাহ দেওয়ার জায়গায়, তাঁদের অপমান করা হচ্ছে। এমন ব্যবহারের নিন্দা করি।' তবে অনেকেই ওই শিক্ষাবিদের সমর্থনে এসেছেন। অনেকেই বলছেন, একটি নির্দিষ্ট ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষাবিদ যা করেছেন তারপর, তাঁকে টার্গেট করা হচ্ছে। ঘটনাতে এমএসএফএর প্রেসিডেন্ট 'সোশ্যাল লিঞ্চিং' বলে অভিহিত করেন।

ঘরে বাইরে খবর

Latest News

‘রাস্তার মেয়েদের কায়দায় শাড়ি পরে আজকের প্রজন্ম, পুরুষ সম্মান দেবে কি করে?' মমতা মাথায় চোট নিয়েই নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, ব্যান্ডেজ পরা অবস্থায় কাজে যোগ হোলির এক সপ্তাহ আগে শুরু হয় লাঠমার হোলি, জেনে নিন এর পিছনের পৌরাণিক ইতিহাস আপাতত সিএএ বিধির ওপর স্থগিতাদেশে 'না', মামলায় কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের অসমের বিশ্ববিদ্যালয়ে সিএএ নিয়ে এবিভিপির বিতর্কসভা, চরম মারপিট, জখম ৬ রাজ্যের ২ মন্ত্রীর বাড়িতে ইডি পাঠানোর হুমকির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ হয়ে শরীরে ঢুকলেই পরম শান্তি! কীসে প্রীতি জিন্টা পেলেন স্বর্গসুখ দক্ষিণভারতে আরও শক্ত হচ্ছে বিজেপির হাত, পিএমকের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত T20 WC 2024-এ কোহলিকে খেলতেই হবে, IPL 2024 এর আগে কেন এমন বললেন এমএসকে প্রসাদ? সুরা খানকে ভাই বিয়ে করুক চাননি অর্পিতা-আলভিরা? গুঞ্জন উড়িয়ে আরবাজ বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.