বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala on high alert: হাই অ্যালার্টে কেরল! মোদীর সফরের আগে বিজেপি অফিসে পৌঁছল হুমকি চিঠি

Kerala on high alert: হাই অ্যালার্টে কেরল! মোদীর সফরের আগে বিজেপি অফিসে পৌঁছল হুমকি চিঠি

 নরেন্দ্র মোদী। (PTI Photo) (PTI)

ইতিমধ্যেই কর্ণাটকে নরেন্দ্র মোদীর সফরে নিরাপত্তা বিঘ্নিত হতে দেখা গিয়েছে পর পর দু'বার। বিজেপির প্রচার অভিযানে এই বিঘ্ন দেখা গিয়েছে। তারও আগে পঞ্জাবে বিধানসভা ভোটের প্রচারের সময় বিঘ্নের জেরে থমকে যায় প্রধানমন্ত্রী মোদীর কনভয়।

সামনেই কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ২৪ এপ্রিল রয়েছে বাম শাসিত কেরলে তাঁর সফর। তার আগে কেরলের বিজেপি দফতরে এল হুমকি দিয়ে চিঠি। মোদীর কেরল সফর ঘিরেই রয়েছে এই হুমকি। এরপর থএকেই কেরলে জারি হয়েছে হাই অ্যালার্ট।

ইতিমধ্যেই কর্ণাটকে নরেন্দ্র মোদীর সফরে নিরাপত্তা বিঘ্নিত হতে দেখা গিয়েছে পর পর দু'বার। বিজেপির প্রচার অভিযানে এই বিঘ্ন দেখা গিয়েছে। তারও আগে পঞ্জাবে বিধানসভা ভোটের প্রচারের সময় বিঘ্নের জেরে থমকে যায় প্রধানমন্ত্রী মোদীর কনভয়। এমন পরিস্থিতিতে কেরলে তাঁর সফর ঘিরে   এসেছে ওই হুমকি চিঠি। পুলিশ ইতিমধ্যেই ওই চিঠির প্রেরককে খুঁজে বের করে ফেলেছে। তবে তাঁর দাবি, তাঁর নাম চিঠিতে ব্যবহার করা হয়েছে মাত্র। তিনি এই চিঠির সঙ্গে মোটেও সম্পর্কিত নন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা খুবই পোক্ত করা হয়েছে। সেন্ট্রাল এজেন্সিগুলি ইতিমধ্যেই তাদের নিরাপত্তা জনিত প্রহরা আঁটোসাটো করেছে। এদিকে, কীভাবে কেরলের এডিজিপি নিরাপত্তার বেষ্টনী তৈরি করছেন তার মহড়ার ছবি মিডিয়ায় ফাঁস হয়েছে। ফলে সেই রাস্তা ধরে বেশ কিছুটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ভিডিয়ো প্রকাশ্যে মিডিয়ায় আসায় কেরলের ভূমিপুত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী এম মুরলীধরন এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, কীভাবে এইরকম একটা ভিডিয়ো আচমকা ফাঁস হয়ে যেতে পারে, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও। এদিকে, কেরল পুলিশের সামনে রয়েছে পিএফআইয়ের মতো  প্রতিষ্ঠান ঘিরে বেশ কিছুটা উদ্বেগ।

( বন্দে ভারতের ধাক্কায় গরু গিয়ে পড়ল লাইনের ধারে প্রস্রাবরত বৃদ্ধের ঘাড়ে, এরপর?)

কেরলে বিজেপির রাজ্যপ্রধান কে সুরেন্দ্রন জানিয়েছেন, বিজেপির যে সমস্ত নির্দিষ্ট সভা রয়েছে, তার সম্পূর্ণটাই সম্পন্ন করবেন মোদী। উল্লেখ্য, ২৪ এপ্রিল কেরলে পা রাখছেন মোদী। তারপর  রয়েছে কেরলে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। তারপর কেরলে রয়েছে মোদীর জনসভা। সেই জনসভা ঘিরেও নিরাপত্তা বেষ্টনী বেশ কড়া করা হয়েছে। বিজেপি বলছে,'যুবম' কনফারেন্সের মধ্যে দিয়ে কেরলে নতুন পরিবর্তনের রাস্তা আনতে চলেছে বিজেপি। যে কনফারেন্সে উপস্থিত থাকবেন স্বয়ং মোদী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

বন্ধ করুন