এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কেরলের পাথানামথিট্টায় চারটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুই মাস আগে ১৮ বছরে পা দেওয়া ওই কিশোরী অভিযোগ করেছেন, ১৬ বছর বয়স থেকে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে তাঁকে। জানা যায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাউন্সেলিংয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। এই কিশোরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁর মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন। এরপরই চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে বিষয়টি জানানো হয়েছিল। বিষয়টি তারপর পুলিশকে জানানো হয়। এরপরই পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। এবং এই মামলায় নাম থাকা ১ জন অন্য এক মামলায় আগে থেকেই জেলে ছিল। এই কিশোরীর ওপর অত্যাচারের ঘটনায় মোট ৬০ জন জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: লিভইন পার্টনারকে খুন, ১০ মাস দেহ ফ্রিজে রেখে দিলেন প্রেমিক!)
আরও পড়ুন: লুকিয়ে আছে কয়েকশো কোটি টাকার সোনা, সিন্ধু নদে 'গুপ্তধন' খুঁজে পেল পাকিস্তান!
আরও পড়ুন: গভীর রাতে শাসকদলের বিধায়কের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুর তদন্তে পুলিশ
জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী একজন ক্রীড়াবিদ। পাথানামথিট্টা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রাজীব এন জানান, সেই কিশোরী স্কুলের কাউন্সেলিংয়ের সময় প্রথমবারের মতো নিজের ওপর হওয়া অত্যাচারের বিষয়ে মুখ খোলেন। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হস্তক্ষেপে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, সেই কিশোরীকে বিভিন্ন জায়গায় ধর্ষণ করা হয়েছিল। এমনকী স্পোর্টস ক্যাম্পে কোচেরাও তাঁকে ধর্ষণ করেছিল। এছাড়া স্থানীয় বাসিন্দা থেকে ক্লাসমেটরাও যৌন হেনস্থা এবং ধর্ষণ করেছে সেই কিশোরীকে। (আরও পড়ুন: সংসদে মহিলাদের ৩৩% সংরক্ষণের আইনকে চ্যালেঞ্জ, মামলার আবেদন নিয়ে কী বলল SC?)
আরও পড়ুন: বছরে ১১০০০০ প্রোমোশন হয়েছে, ক্যাম্পাসিংয়ে নিয়োগ হবে আগের থেকে বেশি: TCS
আরও পড়ুন: বঙ্গোপসাগরে অবস্থান করছে এক ঘূর্ণাবর্ত, বদলে যাবে বাংলার আবহাওয়া?
এই কিশোরীর নিজের ব্যক্তিগত কোনও ফোন নেই। তবে ৪০ জন ধর্ষণকারীর নাম এবং ফোন নম্বর নাকি তিনি নিজের বাবার ফোনে সেভ করে রেখেছিলেন। পুলিশ পকসোর ধারায় মামলা রুজু করেছে। একাধিক পুলিশ স্টেশনে এই সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সেই কিশোরীর অভিযোগ সত্য কিনা তা নিশ্চিত হওয়ার জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা মেয়েটিকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যায়। সেখানে তাঁর কাউন্সেলিং করা হয় বলে জানা গেছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান বলেন, 'ঘটনাটি অস্বাভাবিক বুঝতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়।'