বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala: বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর উদ্যোগ,কী বললেন তিনি?

Kerala: বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর উদ্যোগ,কী বললেন তিনি?

কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। (PTI Photo) (HT_PRINT)

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেও রাজ্যপালকে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে সরানোর ব্যাপারে উদ্যোগ শুরু হয়েছে। এবার সেই নিরিখে পদক্ষেপ নিচ্ছে কেরল সরকারও। তবে এক্ষেত্রে এবার রাজ্যপাল সায় দেন কি না সেটাই দেখার।

রমেশবাবু

স্টেট ইউনিভার্সিটির আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর ব্যাপার অর্ডিন্যান্স আনতে কেরলের পিনারাই বিজয়ন সরকার সিদ্ধান্ত নিল। উচ্চশিক্ষামন্ত্রী আর বিন্দু এনিয়ে মতামত দিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ক্যাবিনেট একটি খসড়া অর্ডিন্য়ান্স তৈরি করেছে। আইন বিভাগের তরফে এই খসড়া করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, একজন মাত্র আচার্য থাকার চেয়ে একাধিক আচার্য থাকবেন। এটা উচ্চশিক্ষা দফতরের একটি বড় উদ্যোগ। আমাদের আশা রাজ্য়পাল তাঁর সাংবিধানিক দায়িত্ব ত্যাগ করবেন।

আসলে কেরলে বাম সরকার ও রাজ্য়পাল আরিফ মহম্মদ খানের মধ্য়ে নানা ইস্যুতে মতবিরোধ তৈরি হয়। এর জেরে সংঘাত ক্রমেই বাড়তে থাকে। এরপরই এবার তাঁকে আচার্য পদ থেকে সরানোর দাবিতে নয়া উদ্যোগ কেরল সরকারের।

তবে রাজ্যপাল আরিফ মহম্মদ খান সরকারের এই পরিকল্পনায় সায় দিয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি সিদ্ধান্তের উপর গোটা বিষয়টি নির্ভর করছে। তিনি জানিয়েছেন, গোটা অর্ডিন্য়ান্সটি আমার বিরুদ্ধে।সেক্ষেত্রে এটা নিয়ে বিবেচনা আমি করতে পারি না। আমি এটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব।

এদিকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেও রাজ্যপালকে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে সরানোর ব্যাপারে উদ্যোগ শুরু হয়েছে। এবার সেই নিরিখে পদক্ষেপ নিচ্ছে কেরল সরকারও। তবে এক্ষেত্রে এবার রাজ্যপাল সায় দেন কি না সেটাই দেখার। তবে বিশেষজ্ঞদের মতে, এনিয়ে স্বাক্ষর করার জন্য সরকার কোনও ডেডলাইন ঠিক করে দিতে পারে না। 

বন্ধ করুন