একদিকে যখন দ্রুত নির্বাচন করানো নিয়ে বাংলাদেশের বর্তমান ইউনুস প্রশাসনের সঙ্গে বিএনপি-র সংঘাত বাড়ছে, ঠিক সেই সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশংসায় ভরালেন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্য়াকাউন্টে একটি পোস্ট করেছেন আসিফ। সেখানেই খালেকা জিয়ার সঙ্গে তাঁর অতীত একটি সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন তিনি।
সেই পোস্টে আসিফ দাবি করেছেন, সম্প্রতি খালেদার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেই সময় চিকিৎসাজনিত কারণে খালেদার বিদেশ যওয়া নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল।
উল্লেখ্য, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীনও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন খালেদা। কিন্তু, তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি। বস্তুত, হাসিনার সময় দীর্ঘ সময় হাজতবাস করতে হয়েছিল বিএনপি সুপ্রিমোকে। এবং পরবরতীতে গৃহবন্দি ছিলেন তিনি। হাসিনা সরকারের পতনের পরই তাঁর সেই বন্দিদশা কাটে।
আসিফের দাবি, তিনি যখন খালেদার মুখোমুখি হয়েছিলেন, লক্ষ করেছিলেন - একবারও শেখ হাসিনার নাম মুখে আনছেন না বিএনপি নেত্রী। অথচ, ছাত্র অভ্যুত্থানের প্রশংসা করছেন, অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে আলোচনা করছেন।
এরপর তাই সরাসরি আসিফ খালেদাকে প্রশ্ন করেন, হাসিনার প্রতি তাঁর কোনও রাগ রয়েছে কিনা! জবাবে খালেদা নাকি বলেছিলেন, 'রাগ করে কী করব বলুন? আল্লাহর কাছে বলি!' আসিফের দাবি, অত্যন্ত ম্লান মুখে তাঁকে এই কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া।
এই বিষয়টি নিয়ে রীতিমতো খালেদার প্রশংসাও করেন আসিফ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর গুণগান গেয়ে তিনি ফেসবুকে লিখেছেন, 'আমি অবাকই হই। পনেরোটা বছর শেখ হাসিনা কী জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে ওঁর দলের হাজার-হাজার নেতাকর্মীকে)! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে!'
সবশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন আসিফ। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে লিখেছেন, তিনি আশা করছেন আগামী দিনে আবার বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিএনপি সুপ্রিমো।
উল্লেখ্য, ইতিমধ্য়েই জানা গিয়েছে, চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায় ঢাকা থেকে বিমানে লন্ডন রওনা দেবেন খালেদা জিয়া। এ নিয়ে সোমবার ঢাকার গুলশনে একটি সাংবাদিক সম্মেলন করেন তাঁর চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হুসেন।
তিনি জানিয়েছেন, 'বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে ঢাকায় আসছে কাতার এয়ার ওয়েজের একটি অ্যাম্বুল্য়ান্স। দুপুর আড়াইটেয় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অ্যাম্বুল্যান্সটির। মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে উড়ান শুরু করবে সেটি।'
ডা. হুসেন আরও জানিয়েছেন, বেগম খালেদা জিয়া সিরোসিস অফ লিভারে আক্রান্ত। এছাড়াও, তাঁর হৃদরোগ, ফুসফুস সংক্রান্ত সমস্য়া, বাত, কিডনির অসুখ, ডায়াবেটিস এবং চোখের সমস্যা রয়েছে।