বাংলা নিউজ > ঘরে বাইরে > Khalistani killed in Lahore লাহোরে বন্দুকবাজের গুলিতে নিহত খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়ার

Khalistani killed in Lahore লাহোরে বন্দুকবাজের গুলিতে নিহত খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়ার

খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়ার

খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে আজ লাহোরে গুলি করে খুন করে দুই বাইক আরোহী। এতদিন ধরে পাকিস্তান সরকার দাবি করে এসেছে যে পরমজিৎ তাদের দেশে নেই। তবে আজ পাকিস্তানেই মৃত্যু হল খালিস্তানি এই নেতার। 

শনিবার লাহোরে খালিস্তান কমান্ডো প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। আজকে লাহোরের জোহার টাউন এলাকায় দুই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় পরমজিতের। জানা গিয়েছে, লাহোরের জোহার টাউনে সানফ্লাওয়ার সোসাইটিতে নিজের বাড়ির কাছে হাঁটছিল পরমজিৎ। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাকে গুলি করে। এদিকে শুটাউটে বন্দুকবাজও জখম হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, খালিস্তানি আন্দোলনের নামে ড্রোনে করে অস্ত্র এবং মাদক পাচার করত পরমজিৎ। পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে ভারতে এই সব বেআইনি সামগ্রী পাচার করে আয় করত পরমজিৎ। তবে পরমজিতের জন্ম হয়েছিল ভারতের তরণ তরণের কাছে পাঞ্জওয়ার গ্রামে। নিজের খুড়তুতো দাদা লাভ সিংয়ের কথায় খালিস্তানপন্থী হয়ে ওঠে পরমজিৎ। ১৯৮৬ সালে খালিস্তান কমান্ডো ফোর্সে যোগ দেয় সে। এর আগে অবশ্য সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে কাজ করত পরমজিৎ। পরে ১৯৯০-এর দশকে পরমজিৎ কেসিএফ-এর প্রধান হয়ে যায়। পাকিস্তানের মদতে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল পরমজিৎ। যদিও পরমজিৎ যে সেদেশে থাকে, সে কথা বরাবর নাকচ করে এসেছিল পাকিস্তান। তবে তাদের সেই মিথ্যার পর্দা ফাঁস হল আজ। এদিকে পরমজিৎ পাকিস্তানে থাকলেও তার স্ত্রী-সন্তানরা থাকে জার্মানিতে।

এর আগেও পাকিস্তানে খালিস্তানি নেতাদের খুন করা হয়েছে পাকিস্তানে। ২০২০ সালে খালিস্তান লিবারেশন ফোর্স নেতা হরমীত সিংকে গুলি করে খুন করা হয়েছিল লাহোরেই। সেই সময় জানা গিয়েছিল, মাদক সংক্রান্ত টাকা-পয়সার ভাগাভাগি নিয়ে সংঘাতের জেরেই সেই খুনের ঘটনা ঘটেছিল। সেই সময় জানা গিয়েছিল, পরমজিৎ সিং পাঞ্জওয়ারের সঙ্গে সংঘাত ছিল হরমীত সিংয়ের সঙ্গে। এদিকে ভারতে ১৭টি মামলায় নাম ছিল হরমীতের।

বন্ধ করুন