মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসি গ্যাবার্ড সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে। উল্লেখ্য, আড়াই দিনের ভারত সফরে এদেশে এসেছেন গ্যাবার্ড। সূত্রের খবর, সিং ও গ্যাবার্ডের মধ্যে বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বৈঠকে নাকি রাজনাথ সিং দাবি করেন, মার্কিন নিবাসী খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের 'শিখস ফর জাস্টিস' সংগঠনটিকে জঙ্গি সংগঠনের তকমা দেওয়া হোক। উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর তালিকায় আছে 'শিখস ফর জাস্টিস'-এর নাম। (আরও পড়ুন: দিল্লিতে তুলসির সঙ্গে বৈঠকে ডোভাল, গোপনে 'ভারত-বিরোধীদের' নিয়ে আলোচনা)
আরও পড়ুন: 'আল্লাহর ইচ্ছাতেই গুলি খেয়ে মরেছে আবু কাতাল... আলহামদুলিল্লাহ!'
এর আগে মার্কিন মুলুকে বসবাসকারী গুরপতবন্ত সিং পান্নুনকে দেখা গিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও। দাবি করা হয়েছিল, সরকারের তরফ থেকে পান্নুন আমন্ত্রিত ছিল না। তবে নিজের টাকা খরচ করে অনুষ্ঠানের টিকিট কিনতে সমর্থ হয়েছিলেন পান্নুন। এদিকে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল, লিবার্টি হলে অনুষ্ঠান চলাকালীন খলিস্তানের সমর্থনে স্লোগান তুলছিল পান্নুন। (আরও পড়ুন: 'ভারত-চট্টগ্রাম ভাগের ছক কষা হচ্ছে', বিস্ফোরক দাবি বাংলাদেশি সাংবাদিকের)
এদিকে খলিস্তানি বিচ্ছিনতাবাদী নেতা খুনের ছক কষার মামলায় সম্প্রতি ‘জনৈক ব্যক্তি’র বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকারের কমিটি। সাম্প্রতিক রিপোর্ট দাবি করা হয়েছে, এফবিআই সেই জনৈক ব্যক্তি - 'CC1'-কে বিকাশ যাদব বলে চিহ্নিত করেছে। দাবি করা হয়, এই বিকাশ যাদব রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রাক্তন অফিসার ছিলেন। এদিকে পৃথক এক মালায় এই বিকাশ যাদব বিগত দিনে জেলেও থেকেছে ভারতে। এই বিকাশের নামে ওয়ান্টেড পোস্টার জারি করেছিল এফবিআই। এদিকে খলিস্তান ইস্যুতে বিগত দিনে ভারত-কানাডার দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায়। সেখানে ভারতের দিকে আঙুল তুলেছিল কানাডা। সেই সময় কানাডার পাশেই দাঁড়িয়েছিল বাইডেন প্রশাসন। (আরও পড়ুন: ‘হ্যারি পটারকে পশ্চিমবঙ্গের রেশন কার্ড দেবে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী’)
আরও পড়ুন: বড় রায় বম্বে হাইকোর্টের, একযুগ পর ৩৮৮ কোটির কেলেঙ্কারি মামলা থেকে খালাস আদানি
উল্লেখ্য, পান্নুনকাণ্ডে ইতিমধ্যেই ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চেক প্রজাতন্ত্র থেকে প্রত্যর্পণ করে মার্কিন মুলুকে নিয়ে গিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। প্রসঙ্গত, মার্কিন নাগরিক খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে নিখিলকে গেফতার করা হয়েছিল চেক প্রজাতন্ত্রে। গ্রেফতারির প্রায় একবছর পর চেক পুলিশ তাঁকে তুলে দিয়েছিল মার্কিন বিচার বিভাগের কাছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরে নিখিলকে আদালতে পেশ করা হয়েছিল পান্নুন হত্যার চেষ্টার মামলায়। সেই মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন নিখিল।