মার্কিন নিবাসী খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার ঘটনায় মামলা চলছে এখ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় নাম জড়িয়েছে ভারতীয় উচ্চপদস্থ আধিকারিকদেরও। এই আবহে সেই সব অভিযোগের সত্যতা যাচাই করতে মার্কিন মুলুকে পৌঁছে গেল ভারতীয় তদন্তকারী দল। রিপোর্ট অনুযায়ী, পান্নুন হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টের জড়িত থাকার অভিযোগ তুলেছিল ওয়াশিংটন ডিসি। এই আবহে মার্কিন রাজধানীতে গিয়ে সেই অভিযোগের বিষয়ে খতিয়ে দেখতে চলেছে ভারতীয় দল। উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ গুরপতবন্তের 'সিখস ফর জাস্টিস'। (আরও পড়ুন: কেন ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরল কানাডার? আরও গুরুতর অভিযোগ খোদ ট্রুডোর)
এদিকে ভারতীয় তদন্তকারী দলের মার্কিন সফর নিয়ে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, 'ভারতীয় কমিটি ওয়াশিংটন ডিসি-তে এসে পৌঁছবে ১৫ অক্টোবর। তারা এই নিয়ে মার্কিন আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবে। তদন্তে তাদের হাতে যে তথ্য প্রমাণ উঠে এসেছে, তা তারা তুলে দেবে মার্কিন আধিকারিকদের হাতে। এবং এই মামলা নিয়ে মার্কিন আধিকারিকদের অগ্রগতি নিয়ে কথা বলে। এর পাশাপাশি ভারত আমাদের জানিয়েছে, এই হত্যার ছক কষার নেপথ্যে ভারতীয় প্রাক্তন সরকারি অফিসার ছাড়াও অন্য আর কেউ যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে সেই সংক্রান্ত পদক্ষেপ করা হবে।'
চেক প্রজাতন্ত্র থেকে গ্রেফতার ভারতীয় নিখিল গুপ্তা
পান্নুনকাণ্ডে ইতিমধ্যেই ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চেক প্রজাতন্ত্র থেকে প্রত্যর্পণ করে মার্কিন মুলুকে নিয়ে গিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। উল্লেখ্য, মার্কিন নাগরিক খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে নিখিলকে গেফতার করা হয়েছিল চেক প্রজাতন্ত্রে। প্রায় একবছর পর চেক পুলিশ তাঁকে তুলে দিল মার্কিন বিচার বিভাগের কাছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরে নিখিলকে আদালতে পেশ করা হয়েছিল পান্নুন হত্যার চেষ্টার মামলায়। সেই মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন নিখিল। প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছকের মামলায় অভিুক্ত নিখিল। গত ২০২৩ সাল থেকেই চেক জেলে বন্দি ছিলেন তিনি। এই নিখিলের বিরুদ্ধে আমেরিকায় মামলা করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আমেরিকা নিখিলকে তাদের দেশে নিয়ে গিয়ে বিচার সম্পন্ন করতে চেয়েছিল। তাঁর বিরুদ্ধে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় মামলা দায়ের হয়েছে আমেরিকার আদালতে। ভারত সরকারের এক এজেন্সির আধিকারিকের নির্দেশেই নাকি নিখিল এই কাজ করেন।
'মার্কিন এজেন্টকেই' খুনের বরাত! 'RAW'-এর জড়িত থাকার অভিযোগ
মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়, খলিস্তানি জঙ্গিকে হত্যার জন্য ১ লাখ মার্কিন ডলারের রফা হয়েছিল। অগ্রিম বাবদ 'আততায়ী'-কে ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। তবে সেই 'আততায়ী' আদতে মার্কিন প্রশাসনেরই 'আন্ডার কভার এজেন্ট' ছিল। এরপরই বিষয়টি সম্পর্কে অবগত হয় মার্কিন প্রশাসন। পরে ওয়াশিংটনের অনুরোধে চেক প্রজাতন্ত্র গ্রেফতার করেছিল নিখিলকে। ওদিকে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে, বিক্রম যাদব নামে এক 'র' এজেন্ট নাকি পান্নুন হত্যার জন্যে একটি 'হিট টিমকে' টাকা দিয়েছিলেন। এমনকী রিপোর্টে এও দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় নাকি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন 'র' প্রধান সমন্ত গোয়েল। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজি ডোভাল বিষয়টি জানতেন। তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন খারিজ করে ভারত।