বব্বর খালসা জঙ্গি মহল সিং বব্বরের মৃত্যু হয়েছে পাকিস্তানে। রিপোর্ট অনুযায়ী, গত ২৪ মার্চ কিডনি ব্যর্থতার কারণে মারা যায় এই খলিস্তানি জঙ্গি। ভারত সরকারের খাতায় 'ওয়ান্টেড' তালিকায় ছিল মহল সিং বব্বরের নাম। এই আবহে ভারতের আরও এক শত্রু কমে গেল। জানা গিয়েছে, লাহোরে অবস্থিত কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে দীর্ঘদিন ধরে কিডনির চিকিৎসা হচ্ছিল মহল সিংয়ের। এই মহল সিং একটা সময় ভারতীয় বায়ুসেনায় ছিলেন। পরে ১৯৯০ সালে সে পাকিস্তানে গিয়ে আইএসআই-কে মদত করতে শুরু করে। বব্বর খালসার আন্তর্জাতিক প্রধান সুখদেব সিং বব্বরের ভাই হলেন এই মহল সিং। (আরও পড়ুন: চিন সফরের আগে উথলে পড়ল ইউনুসের 'ভারত প্রেম', সামনে এল নয়া তথ্য)
আরও পড়ুন: 'সব সদস্য প্রস্তুত', অভ্যুত্থান জল্পনার মাঝে বাংলাদেশি সেনা প্রধানের বড় বার্তা
জানা গিয়েছে, ভারত এবং ফ্রান্তে বসবাস করা মহল সিংয়ের আত্মীয়দের জানানো হয়েছে এই মৃত্যুর বিষয়ে। ২৬ মার্চ তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। জানা গিয়েছে, ১৯৯০-এর দশকে পঞ্জাবে যখন খলিস্তানের দাবিতে জঙ্গি কার্যকলাপ চলছিল, তখন ভারত থেকে পালিয়ে প্রথমে ফ্রান্সে গিয়েছিল মহল সিং। ভারত তাকে সেখানে খুঁজে পায় এবং তার প্রত্যর্পণের চেষ্টা চালাতে শুরু করে। এই আবহে সে ফ্রান্স থেকে পালিয়ে যায় এবং পাকিস্তানে গিয়ে বসবাস শুরু করে। (আরও পড়ুন: অসুস্থ চিন্ময় প্রভু, 'হিন্দুদের শিক্ষা দিতে চাইছে?' প্রশ্ন কার্তিক মহারাজের)
আরও পড়ুন: বাংলাদেশের কাছে বড় আর্জি মায়ানমারের হিন্দুদের, শুনবেন কি ইউনুস?
অমৃতসর, জলন্ধর এবং ফরিদকোটে মোট ৫টি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার দায় রয়েছে মহল সিংয়ের ওপরে। এদিকে দীর্ঘ সময় ধরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে নানা ভাবে সাহায্য করে এসেছিল এই মহল সিং। তবে সাম্প্রতিককালে নাকি আইএসআই-এর জন্যে 'দায়' হয়ে দাঁড়িয়েছিল এই খলিস্তানি জঙ্গি। এই আবহে বিদেশে বসাবসরত বিভিন্ন ধনী খলিস্তানপন্থীর থেকে পাওয়া সাহায্যেই দিন কাটত মহল সিংয়ের। এদিকে সম্প্রতি এনআইএ অভিযোগ করে, পাকিস্তানের মদতে পঞ্জাবে অস্ত্র পাচার করছিল মহল সিং।
এদিকে মহলে রদাদা সুখদেব ১৯৯২ সালেই মারা গিয়েছিল। এদিকে মহলের স্ত্রী গুরদেব কউর অমৃতসরে থাকতেন। ১৯৮০- র দশকে গুরদেব এবং খলিস্তানি জঙ্গি নেতাদের স্ত্রীদের ধরে নিয়ে গিয়েছিলেন বাটালার তৎকালীন এসপি গোবিন্দ রাম। সেই সময় অকাল তখতের জাঠেদার জ্ঞানী দর্শন সিং রগ্গি বাটালা পুলিশ সদর দফতরের বাইরে প্রতিবাদের ডাক দিয়েছিলেন। পরে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন পুলিশ আধিকারিক গোবিন্দ রাম।