খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন এবার রামমন্দিরে হামলার হুমকি দিলেন। নিষিদ্ধ গোষ্ঠী 'শিখস ফর জাস্টিস'-এর প্রধান দাবি করেন, আগামী ১৬ এবং ১৭ নভেম্বর অযোধ্যার রামমন্দির এবং অন্যান্য আরও বেশ কয়েকটি হিন্দু মন্দিরের 'ভিত নাড়িয়ে দেওয়া হবে'। এদিকে কানাডার হিন্দু সাংসদ চন্দ্র আর্য্যকে উদ্দেশ্য করেও হুমকি দিয়েছেন পান্নুন। পান্নুন বলেন, 'ভারতীয় কূটনীতিকদের জন্যে পরবর্তী চ্যালেঞ্জ হবে: ১৬ নভেম্বর মিসিসাউগার কালিবাড়ি মন্দির এবং ১৭ নভেম্বর ব্র্যাম্পটনের ত্রিবেণী মন্দির।' (আরও পড়ুন: কাজের জন্যে মেট্রোর পরিষেবায় পরিবর্তন, নাজেহাল নিত্যযাত্রীরা, কী বলছে রেল?)
আরও পড়ুন: হাসপাতালে ভরতি বছর ৮৪-র বিমান বসু, এখন কেমন আছেন বাম নেতা?
আরও পড়ুন: বাংলায় জুড়েছে ২ রেলপথ, নয়া রুটে ট্রেন চালুর আগে অবশ্য ভোগান্তি লোকাল যাত্রীদের
এদিকে পান্নুনের এই হুমকি ভরা অডিয়ো ক্লিপ সোশ্যল মিডিয়ায় ভাইরাল হতেই অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেখানে সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। অযোধ্যা রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল (আইজি) প্রবীণ কুমার বলেছেন, 'অযোধ্যা ইতিমধ্যেই সুরক্ষিত। এবং এখানে মোতায়েন পুলিশ এবং আধাসামরিক বাহিনী চব্বিশ ঘণ্টা সজাগ। যে কোনও সন্ত্রাসবাদী হুমকির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তাঁরা।' অপর এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে কার্তিক পরিক্রমা মেলা চলছে। ১৫ নভেম্বর শেষ হবে এটি। এর জন্যে বিস্তৃত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এর আগেও এই ধরনের ভিডিয়ো সামনে এসেছিল। সেখানেও 'ফিদায়েঁ' হামলার হুমকি দিয়েছিল খলিস্তানি সন্ত্রাসবাদীরা। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল। (আরও পড়ুন: ট্যাব দুর্নীতির তদন্তে সামনে এল চোখ ছানাবড়া করে দেওয়া 'জিনিস', হতবাক আধিকারিকরা)
আরও পড়ুন: ৩-৪ দিনে নামতে পারে পারদ, বলছে রিপোর্ট, শীত নিয়ে বড় আপডেট IMD প্রধানের
উল্লেখ্য, এবছরই অযোধ্যার নবনির্মিত রামমন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল রামলালার প্রতিমা। গত জানুয়ারি মাসে সেই অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এর চারদিন আগেই ১৮ জানুয়ারি অযোধ্যা থেকে গ্রেফতার করা হয়েছিল তিন সন্দেজভাজনকে। অভিযোগ, এই তিন ধৃত রেইকি চালাচ্ছিল অযোধ্যায়। এই তিনজনেরই খলিস্তানি যোগও সামনে এসেছিল সেই সময়। ধৃতদের নাম ছিল শঙ্কর জাজোড়, অজিত কুমার শর্মা ও প্রদীপ পুনিয়া। এই গ্রেফতারির পর গুরপতবন্ত সিং পান্নুনের আরও একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ শানাতে শোনা গিয়েছিল পান্নুনকে।