কংগ্রেসের সভাপতি পদে বসেছেন মল্লিকার্জুন খাড়গে। আর সভাপতির চেয়ারে বসেই তিনি ৪৭জনকে নিয়ে তৈরি করলেন বিশেষ স্টিয়ারিং কমিটি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির জায়গায় কাজ করবে এই নয়া কমিটি। তবে সূত্রের খবর, আগে যাঁরা কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে ছিলেন তাঁদের প্রায় সকলেই এই স্টিয়ারিং কমিটিতে থাকছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অনেকেই থাকছেন এই কমিটিতে। প্রিয়াঙ্কা গান্ধী, একে অ্যান্টনি, অম্বিকা সোনি, আনন্দ শর্মা, কে সি বেনুগোপাল, রণদীপ সুর্যওয়ালা থাকছেন নয়া কমিটিতে।
তবে তাৎপর্যপূর্ণ শশী থারুর যিনি এবার সভাপতি হওয়ার দৌড়ে নাম লিখিয়েছিলেন তিনি এই নতুন কমিটিতে কোথাও নেই। এদিকে আগের কংগ্রেস ওয়ার্কিং কমিটির সকলেই খাড়গের কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন টিম তৈরির জন্য়ই এই উদ্যোগ।
এআইসিসির জেনারেল সেক্রেটারি (সংগঠন) কেসি বেনুগোপালন একটি বিবৃতিতে জানিয়েছেন, ভারতের জাতীয় কংগ্রেসের গঠনতন্ত্র অনুসারে সভাপতি এই স্টিয়ারিং কমিটি তৈরি করেছেন। এটি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির জায়গায় কাজ করবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশ জুড়ে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে কংগ্রেস। বর্তমান স্টিয়ারিং কমিটি বাস্তবে কংগ্রেসকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে।