সামরীন সৈয়দ
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের নেতাদের শৃঙ্খলাবদ্ধ করার আহ্বান জানিয়েছেন, যারা দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এমনটাই জানিয়েছেন কংগ্রেস সভাপতি।
তিনি বলেন, 'আমি এমন একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা সরাসরি গণতন্ত্র ও সংবিধানের সঙ্গে সম্পর্কিত। আপনি নিশ্চয়ই জানেন যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একের পর এক অত্যন্ত আপত্তিকর, হিংসাত্মক এবং অভদ্র মন্তব্য করা হচ্ছে।
তিনি বলেন, 'আমি দুঃখের সঙ্গে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির নেতারা এবং আপনার সহযোগীরা যে হিংসাত্মক ভাষা ব্যবহার করেছেন তা ভবিষ্যতের পক্ষে ক্ষতিকারক। কেন্দ্রীয় সরকারের রেল প্রতিমন্ত্রী, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এক মন্ত্রী লোকসভার বিরোধী দলনেতাকে 'এক নম্বর সন্ত্রাসবাদী' বলছেন দেখে বিশ্ব হতবাক,' জুনিয়র রেলমন্ত্রী রভনীত সিং বিট্টু এবং উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিংয়ের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন খাড়গে।
তাঁর কথায়, 'মহারাষ্ট্রে আপনার সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন একটি দলের একজন বিধায়ক বিরোধী দলনেতার জিভ কেটে তাঁর কাছে নিয়ে এলে তাঁকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছেন। দিল্লির এক বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক তাঁকে 'ঠাকুমার মতো ভাগ্য' বানানোর হুমকি দিচ্ছেন।
প্রসঙ্গত সম্প্রতি শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় ঘোষণা করেছেন, সংরক্ষণ ব্যবস্থা বাতিল নিয়ে মন্তব্য করায় রাহুল গান্ধীর জিভ কেটে ফেললে তিনি ১১ লক্ষ টাকা দেবেন।
খাড়গে তাঁর চিঠিতে প্রধানমন্ত্রী মোদীকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, এই মন্তব্যকে গণতান্ত্রিক নীতি এবং দেশের রাজনৈতিক আলোচনার পবিত্রতার উপর আক্রমণ বলে অভিহিত করেছেন।
এই ধরনের বক্তব্যের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভারতীয় রাজনীতি অধঃপতিত না হয়। অপ্রীতিকর কিছু ঘটে না। আমি বিশ্বাস করি, আপনারা এসব নেতাদের অবিলম্বে সহিংস বক্তব্য বন্ধ করার প্রয়োজনীয় নির্দেশ দেবেন।
গায়কোয়াড় সাংবাদিকদের জানিয়েছেন, বিদেশে থাকাকালীন রাহুল গান্ধী জানিয়েছিলেন তিনি ভারতের সংরক্ষণ নীতিকে বাতিল করতে চান। এর মাধ্যমে কংগ্রেসের আসল মুখটা সামনে চলে এসেছে। এখানেই থেমে থাকেননি তিনি। তিনি বলেন,সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে রাহুল গান্ধী সংরক্ষণ ব্যবস্থাকে শেষ করার ব্যাপারে বলেছিলেন।