বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রাক্তন পুলিশ অফিসারের শেষ কেস, অবশেষে ৯ বছর পর বাড়ি ফিরলেন ক্লাস দুইয়ের পূজা

প্রাক্তন পুলিশ অফিসারের শেষ কেস, অবশেষে ৯ বছর পর বাড়ি ফিরলেন ক্লাস দুইয়ের পূজা

পূজা গৌড়। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

পূজা বাড়ি ফেরার পর ওই পুলিশ অফিসার বলেছেন, ‘আমি এখনও ওয়ালেটে ওর ছবি রেখে দিই। অবসরের পরও প্রতিদিন ওর কথা ভাবতাম। প্রার্থনা করতাম, যাতে ওকে খুঁজে পাওয়া যায়। এবার আমি খুশি। কোনও চিন্তাভাবনা ছাড়া আরাম করতে পারব।’

মণীশ কে পাঠক

অবসরের পরও ছোটো মেয়েটার ছবি ওয়ালেটে রেখে দিয়েছিলেন। নিজের আওতায় থাকা এলাকার সব হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করেছিলেন। কিন্তু সেই ছোট্টো মেয়ের কোনও খোঁজ পাননি। অবশেষে নয় বছর পরে বাড়িতে ফিরলেন সেদিনের সেই ‘ছোটো’ মেয়ে পূজা গৌড়। এখন তাঁর বয়স ১৬। 

বছর ১৬-র পূজাকে যখন অপহরণ করা হয়েছিল, তখন সে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ২০১৩ সালের ২২ জানুয়ারি দাদা রোহিতের সঙ্গে স্কুলে যাওয়ার সময় আচমকা উধাও হয়ে গিয়েছিল। যেখান থেকে পূজাদের বাড়ির দূরত্ব এক কিলোমিটারও নয়। ১৯ বছরের রোহিত জানান, পুরসভার স্কুলে যাওয়ার সময় তিনি কিছুটা সামনে ছিলেন। পিছনে হেঁটে-হেঁটে যাচ্ছিলেন পূজা। কিছুক্ষণ পর পিছনে তাকিয়ে বোনকে আর দেখতে পাননি। স্কুলেও বোনকে দেখতে না পেয়ে দৌড়ে বাড়ি চলে আসেন।

কোথাও ছোট্ট পূজার সন্ধান না পেয়ে ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেইসময় ওই থানায় নিখোঁজদের উদ্ধারের দায়িত্বে ছিলেন অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর রাজেন্দ্র ভোঁসলে। ২০১৫ সালে অবসরের আগে পর্যন্ত ভোঁসলে এবং তাঁর দল নিখোঁজ সমস্ত শিশুকে উদ্ধার করেছিল। শুধুমাত্র পূজার হদিশ মেলেনি। ওয়ালেটে পূজার ছবি রেখে দিতেন ভোঁসলে। অবসরের পরও ওয়ালেটে থাকত পূজার ছবি।

আরও পড়ুন: Teachers doing Nagin Dance: শিক্ষামূলক ভ্রমণে 'নাগিন ডান্স' শিক্ষক-শিক্ষিকাদের, উদ্দাম নাচ, ভাইরাল ভিডিয়ো

শেষপর্যন্ত অবশ্য পূজাকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। বরং অপর এক ব্যক্তির সুবাদেই পরিবারের কাছে ফিরে এসেছেন পূজা। কিশোরী জানিয়েছেন, তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে অপহরণকারী হ্যারি ডি'সুজা এবং সোনি। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গার পাশাপাশি তাঁকে গোয়া এবং কর্ণাটকেও নিয়ে যাওয়া হয়েছিল। ২০১৫ সালে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে। কারও কাছে মুখ খুললে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পূজা। 

১৬ বছরের তরুণী জানান, স্কুলে পাঠানো হত। ঠিকভাবে খেতেও দিত ডি'সুজা দম্পতি। কিন্তু তাদের সন্তান হওয়ার পরেই ছবিটা পালটে যায়। বাড়ির বাইরে যেতে দেওয়া হত না। জেলের মতো মনে হত। মারধরও করত ডি'সুজা দম্পতি। তারইমধ্যে ওই দম্পতি পূজাকে জুহুতে এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করতে বাধ্য করেছিল। সেখানেই ৩৫ বছরের এক পরিচারকের সঙ্গে দেখা হয়েছিল। ওই ব্যক্তির কারণেই বাড়ি ফিরতে পেরেছেন পূজা।

ওই ব্যক্তি জানিয়েছেন, অ্যানি (অপহরণের পর পূজাকে ওই নামে ডাকা হত) বলতেন যে তিনি আসলে সোনির মেয়ে নন। তাঁর আসল মা অন্য কেউ। তাতেই সন্দেহ তৈরি হয়েছিল। তারপর গুগলে সার্চ করতে থাকেন। পূজা বলে সার্চ করতেই পুরনো ছবি দেখতে পান। পূজার নিখোঁজ পোস্টারে যে চারটি নম্বর দেওয়া হয়েছিল, একটি নম্বরে যোগাযোগ করতে পারেন। যিনি আদতে পূজার প্রতিবেশী। তারপর পূজাকে উদ্ধার করেছে পুলিশ। ডি'সুজা দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: Sohom-Arpita: ‘মহানায়ক’ সোহমের সঙ্গে ‘মহা চোর’ অর্পিতার অনস্ক্রিন রোম্যান্স, ভিডিয়ো Viral

সেই খবর পাওয়ার পর মুম্বই থেকে দূরে রত্নাগিরি জেলার বাড়ি থেকে ভোঁসলে বলেন, ‘আমি এখনও ওয়ালেটে ওর ছবি রেখে দিই। অবসরের পরও প্রতিদিন ওর কথা ভাবতাম। প্রার্থনা করতাম, যাতে ওকে খুঁজে পাওয়া যায়। এবার আমি খুশি। কোনও চিন্তাভাবনা ছাড়া আরাম করতে পারব।’ 

ঘরে বাইরে খবর

Latest News

বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.