২১জন সাংসদকে নিয়ে তৈরি হল যৌথ সংসদীয় কমিটি। ওয়াকফ বোর্ড সংশোধনীয় বিল ২০২৪ খতিয়ে দেখার জন্য এই কমিটির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ১০জন রাজ্য়সভার সদস্য এই কমিটিতে থাকবেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই যৌথ পার্লামেন্টারি কমিটির কথা ঘোষণা করেন। সরকার ও বিরোধী মিলিয়ে মোট ২১জন এই কমিটিতে থাকছেন। এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে।
এই ২১জনের তালিকাটা এবার দেখে নেওয়া যাক।
১) জগদম্বিকা পাল
২) নিশিকান্ত দুবে
৩) তেজস্বী সূর্য
৪) অপরাজিতা ষড়ঙ্গি
৫) সঞ্জয় জয়সওয়াল
৬) দিলীপ সইকিয়া
৭) অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
৮) ডিকে অরুনা
৯) গৌরব গগৈ
১০) ইমরান মাসুদ
১১) মহম্মদ জাভেদ
১২) মৌলনা মহিবুল্লাহ নাদভি
১৩) কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়
১৪) এ রাজা
১৫) লাভু শ্রী কৃষ্ণ দেবারায়ালু
১৬) দিলেশ্বর কামাইত
১৭) অরবিন্দ সাওয়ান্ত
১৮) সুরেশ গোপীনাথ
১৯) নরেশ গোপীনাথ মহাশকে
২০) অরুণ ভারতী
২১) আসাদউদ্দিন ওয়াইসি
তাৎপর্যপূর্ণ এই কমিটিতে একদিকে যেমন রয়েছেন শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। তিনি পেশায় আইনজীবী। তেমনি এই তালিকায় রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তমলুকের বিজেপি সাংসদ। তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।