বাংলা নিউজ > ঘরে বাইরে > সামনেই ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন, খাড়গের বাসভবনে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজু

সামনেই ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন, খাড়গের বাসভবনে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজু

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে কিরেন রিজিজু। (PTI Photo)(PTI06_16_2024_000376B) (PTI)

মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাতের পর কিরেন রিজিজু এক্স পোস্টে লেখেন,'তিনি আমার সাথে তার জীবনের অনেক মূল্যবান অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব।'

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পৌঁছে যান কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি সোজা গিয়ে ঢোকে ১০, রাজাজি মার্গে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে। এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই তকমা দেওয়া হচ্ছে। এই সাক্ষাতের ছবি পোস্ট করে রিজিজু এক্স পোস্টে লেখেন, ‘আমরা একসঙ্গে সবাই দেশের জন্য কাজ করব।'

সামনেই অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। আগামী ২৪ জুন থেকে সেই অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশন শেষ হবে ৩ জুলাই। এই সময়কালের মধ্যে চলবে নব নির্বাচিত সাংসদদের শপথ পাঠ। এছাড়াও যে বিষয়টির দিকে গোটা দেশের রাজনীতি তাকিয়ে তা হল লোকসভার স্পিকার পদের নির্বাচন। এই স্পিকার পদের নির্বাচন ঘিরে অধিবেশনে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। যতদূর সূত্রের খবর, তাতে যদি ডেপুটি স্পিকার পদের জন্য বিরোধীদের সুযোগ না দেওয়া হয়, তাহলে বিরোধীরা স্পিকার পদের জন্য ভোটে লড়বে। এর আগে শিবসেনার উদ্ধব জোটের তরফে সঞ্জয় রাউত বলেন, যদি চন্দ্রবাবু নাইডুর টিডিপিকে স্পিকার পদের জন্য প্রার্থী দিতে না দেওয়া হয় এনডিএর তরফে, তাহলে ইন্ডি জোট টিডিপিকে সমর্থন করার বিষয়ে উদ্যোগ নেবে আলোচনা করে। এদিকে, এই সমীকরণের মধ্যে উঠে আসছে ২০২৪ লোকসভা ভোটের কিং মেকার টিডিপির তরফে কিছু দাবির তথ্য। সূত্রের দাবি, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়াও টিডিপি, এনডিএর কাছে লোকসভার স্পিকার পদটিও চেয়েছে। এই জায়গা থেকে টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডুর শ্যালিকা তথা বিজেপি নেত্রী পুরন্দেশ্বরীকে লোকসভার স্পিকার পদের জন্য বিজেপি ভাবছে। এমন সমস্ত রাজনৈতিক অঙ্কের মাঝে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সোমবার সাক্ষাৎ করেন মল্লিকার্জুন খাড়গের সঙ্গে।

( Adani MoU with Bhutan: ভুটানে জলবিদ্যুৎ প্রকল্প শুরু করবে আদানিরা, রাজা, PMর সঙ্গে দেখা করে হল মউ সই)

মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাতের পর কিরেন রিজিজু এক্স পোস্টে লেখেন,' আমি রাজ্যসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস পার্টির সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গে জির সাথে একটি মনোরম সৌজন্য সাক্ষাত করেছি। তিনি আমার সাথে তার জীবনের অনেক মূল্যবান অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব।' গত সপ্তাহেই সংসদ বিষয়ক মন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন কিরেন রিজিজু। প্রথম থেকেই তিনি জোর দিয়েছেন শাসক, বিপক্ষের একযোগে সংসদে এগোনো নিয়ে, সেক্ষেত্রে সংখ্যা যে বড় অন্তরায় না হয়, তা নিয়ে বারবার জোর দিয়েছেন রিজিজু।

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.