কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পৌঁছে যান কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি সোজা গিয়ে ঢোকে ১০, রাজাজি মার্গে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে। এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই তকমা দেওয়া হচ্ছে। এই সাক্ষাতের ছবি পোস্ট করে রিজিজু এক্স পোস্টে লেখেন, ‘আমরা একসঙ্গে সবাই দেশের জন্য কাজ করব।'
সামনেই অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। আগামী ২৪ জুন থেকে সেই অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশন শেষ হবে ৩ জুলাই। এই সময়কালের মধ্যে চলবে নব নির্বাচিত সাংসদদের শপথ পাঠ। এছাড়াও যে বিষয়টির দিকে গোটা দেশের রাজনীতি তাকিয়ে তা হল লোকসভার স্পিকার পদের নির্বাচন। এই স্পিকার পদের নির্বাচন ঘিরে অধিবেশনে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। যতদূর সূত্রের খবর, তাতে যদি ডেপুটি স্পিকার পদের জন্য বিরোধীদের সুযোগ না দেওয়া হয়, তাহলে বিরোধীরা স্পিকার পদের জন্য ভোটে লড়বে। এর আগে শিবসেনার উদ্ধব জোটের তরফে সঞ্জয় রাউত বলেন, যদি চন্দ্রবাবু নাইডুর টিডিপিকে স্পিকার পদের জন্য প্রার্থী দিতে না দেওয়া হয় এনডিএর তরফে, তাহলে ইন্ডি জোট টিডিপিকে সমর্থন করার বিষয়ে উদ্যোগ নেবে আলোচনা করে। এদিকে, এই সমীকরণের মধ্যে উঠে আসছে ২০২৪ লোকসভা ভোটের কিং মেকার টিডিপির তরফে কিছু দাবির তথ্য। সূত্রের দাবি, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়াও টিডিপি, এনডিএর কাছে লোকসভার স্পিকার পদটিও চেয়েছে। এই জায়গা থেকে টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডুর শ্যালিকা তথা বিজেপি নেত্রী পুরন্দেশ্বরীকে লোকসভার স্পিকার পদের জন্য বিজেপি ভাবছে। এমন সমস্ত রাজনৈতিক অঙ্কের মাঝে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সোমবার সাক্ষাৎ করেন মল্লিকার্জুন খাড়গের সঙ্গে।
( Adani MoU with Bhutan: ভুটানে জলবিদ্যুৎ প্রকল্প শুরু করবে আদানিরা, রাজা, PMর সঙ্গে দেখা করে হল মউ সই)
মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাতের পর কিরেন রিজিজু এক্স পোস্টে লেখেন,' আমি রাজ্যসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস পার্টির সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গে জির সাথে একটি মনোরম সৌজন্য সাক্ষাত করেছি। তিনি আমার সাথে তার জীবনের অনেক মূল্যবান অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব।' গত সপ্তাহেই সংসদ বিষয়ক মন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন কিরেন রিজিজু। প্রথম থেকেই তিনি জোর দিয়েছেন শাসক, বিপক্ষের একযোগে সংসদে এগোনো নিয়ে, সেক্ষেত্রে সংখ্যা যে বড় অন্তরায় না হয়, তা নিয়ে বারবার জোর দিয়েছেন রিজিজু।