বাংলা নিউজ > ঘরে বাইরে > Kiren Rijiju on Judiciary: ‘নিজেদের মধ্যে লড়াই করে লাভ নেই’, CJI-এর উপস্থিতিতে বললেন রিজিজু

Kiren Rijiju on Judiciary: ‘নিজেদের মধ্যে লড়াই করে লাভ নেই’, CJI-এর উপস্থিতিতে বললেন রিজিজু

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং আইনমন্ত্রী কিরেণ রিজিজু (PTI)

প্রধান বিচারপতির উপস্থিততে রিজিজু বলেন, ‘আমরা ভারতীয় বিচার ব্যবস্থার স্বাধীনতা সুনিশ্চিত করব। আমরা (গণতন্ত্রের দুই স্তম্ভ) একই অভিভাবকের সন্তান। নিজেদের মধ্যে লড়াই করে কোনও লাভ নেই।’

সাম্প্রতিককালে বিচার ব্যবস্থা নিয়ে বেশ কিছু মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। তবে প্রধান বিচারপতির সঙ্গে মঞ্চ ভাগ করার দিনেই রিজিজু বললেন, ‘নিজেদের মধ্যে লড়াই করে লাভ নেই।’ শুক্রবার সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতির উপস্থিততে রিজিজু বলেন, ‘আমরা ভারতীয় বিচার ব্যবস্থার স্বাধীনতা সুনিশ্চিত করব। আমরা (এক্সিকিউটিভ শাখা এবং বিচার ব্যবস্থা) একই অভিভাবকের সন্তান। নিজেদের মধ্যে লড়াই করে কোনও লাভ নেই।’

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে রিজিজু আরও বলেন, ‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত সাড়ে ৮ বছরে সরকার এমন কোনও কাজ করেনি যাতে বিচার ব্যবস্থার ক্ষমতা খরব হয়।’ তাঁর কথায়, ‘যদিও বা সংবিধান সংশোধন করা হয়েছে, সংবিধানের চেতনা অটুট রয়েছে এবং সেই চেতনা পরিবর্তন করা যাবে না।’ তিনি আরও বলেন যে নিম্ন বিচার বিভাগের জন্য সরকার বিপুল পরিমাণ তহবিল বরাদ্দ করেছে। কিন্তু তাঁর অভিযোগ, সেই টারা ব্যবহার করা হচ্ছে না। তাঁর কথায়, এটি উদ্বেগজনক। তিনি এই নিয়ে বিভিন্ন হাই কোর্টের প্রধান বিচারপতিদের সঙ্গে কথা বলেছেন বলে জানান।

এদিকে সরকারের ডিজিটাল ইন্ডিয়া নীতি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবদানের কথা উল্লেখ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। রিজিজু বলেন, ‘ই-কমিটির চেয়ারপার্সন হিসাবে বিচারপতি চন্দ্রচূড় আমাদের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসাধারণ কাজ করেছেন।’ গতকাল রিজিজু এই কথা বললেও কয়েকদি আগেই তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘বিচার বিভাগ দেশ চালাবে নাকি নির্বাচিত সরকার?’ তাঁর কথায়, ‘বিচার বিভাগেরও উচিত তাদের সাংবিধানিক সীমানাকে সম্মান করা এবং জাতির স্বার্থে লক্ষ্মণরেখা অতিক্রম না করা।’

বন্ধ করুন