বাংলা নিউজ > ঘরে বাইরে > Kiren Rijiju: 'এটা বলবেন না যে সরকার কলেজিয়ামের ফাইলের ওপর বসে আছে..', রিজিজুর মন্তব্যে তোলপাড়

Kiren Rijiju: 'এটা বলবেন না যে সরকার কলেজিয়ামের ফাইলের ওপর বসে আছে..', রিজিজুর মন্তব্যে তোলপাড়

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। (PTI Photo) (PTI)

কিরেন রিজিজু বলেন,'কলেজিয়াম ব্যবস্থাপনায় বেশ কিছু ফাঁক ফোঁকড় রয়েছে, তাই মানুষ এখন সরব হচ্ছেন এই বলে যে কলেজিয়াম ব্যবস্থাপনা স্বচ্ছ্ব নয়। একটু অস্বচ্ছতা আছে, জবাবদিহিতা নেই। তাই আমরা (সরকার) ফাইলের ওপর বসে নেই। আর যদি তা বলতে চান, তাহলে নিজেরা বিচারপতি নিয়োগ করুন আর নিজেরাই সমস্তটা এগিয়ে নিয়ে যান।'

বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়াম ব্যবস্থাপনা নিয়ে ফের একবার সরব হলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ‘কলেজিয়াম ব্যবস্থাপনায় বেশ কিছু ফাঁক ফোঁকড় রয়েছে, তাই মানুষ এখন সরব হচ্ছেন এই বলে যে কলেজিয়াম ব্যবস্থাপনা স্বচ্ছ্ব নয়।’ এছাড়াও একাধিক বক্তব্য উঠে আসে কিরেন রিজিজুর কণ্ঠে। যা নিয়ে এদিন কার্যত সতর্কতামূলক বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষন কৌল ও এএস ওকার বেঞ্চ, বিচারবিভাগীয় নির্দেশের নিরিখে সতর্ক করে দেয় সরকারকে। কিরেন রিজিজুর মন্তব্যের নিরিখে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করো সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, ‘ মিস্টার অ্যাটর্নি জেনারেল আমি সমস্ত প্রেস রিপোর্টকে নজরে না আনলেও, এই মন্তব্য যাঁর কাছ থেকে এসেছে একটি ইন্টারভিউতে, তিনি উচ্চস্তরীয়, আমি আর কিছু বলছি না, যদি বলতে হয়, তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে।’  এছাড়াও বলা হয়, ‘দয়া করে এর সমাধান করুন, আর এই নিয়ে যেন বিচারবিভাগীয় সিদ্ধান্ত নিতে আমাদের না হয়।’ প্রসঙ্গত, যে সাক্ষাৎকারে কিরেন রিজিজু বলেন,'কলেজিয়াম ব্যবস্থাপনায় বেশ কিছু ফাঁক ফোঁকড় রয়েছে, তাই মানুষ এখন সরব হচ্ছেন এই বলে যে কলেজিয়াম ব্যবস্থাপনা স্বচ্ছ্ব নয়। একটু অস্বচ্ছতা আছে, জবাবদিহিতা নেই। তাই আমরা (সরকার) ফাইলের ওপর বসে নেই। আর যদি তা বলতে চান, তাহলে নিজেরা বিচারপতি নিয়োগ করুন আর নিজেরাই সমস্তটা এগিয়ে নিয়ে যান।'

ওই সাক্ষাৎকারে কিরেন রিজিজু বলেন, ' আমি বলতে চাইছি, যতদিন এই ব্যবস্থাপনা (কলেজিয়াম) রয়েছে আমরা তার সম্মান করি। তবে যদি মনে করা হয় যে প্রতিটি রেকমেন্ডেশনেই আমরা স্বাক্ষর করব, তাহলে সরকারের ভূমিকা কী? ' মূলত বিচারপতি নিয়োগের একটি প্রক্রিয়া এই কলেজিয়াম ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলি করা হয়। এটি সংবিধিনের আওতায় সেভাবে নেই , সংসদ কর্তৃক আইনেও প্রণীত নয় বলে জানা যায়। কলেজিয়াম ৫ জন সদস্যকে নিয়ে তৈরি হয়। যার প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন