বাংলা নিউজ > ঘরে বাইরে > বিদেশ ফেরত ‘আইনজীবী, বিচারকদের বিনয়ী হতে ভাবনা চিন্তাকে ভারতীয় রাখা উচিত’, বক্তা কিরেন রিজিজু

বিদেশ ফেরত ‘আইনজীবী, বিচারকদের বিনয়ী হতে ভাবনা চিন্তাকে ভারতীয় রাখা উচিত’, বক্তা কিরেন রিজিজু

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু. (PTI Photo/Kamal Singh) (PTI)

কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, যে সমস্ত আইনজীবী ও বিচারপতিরা হার্ভার্ড থেকে পড়াশোনা করে এসেছেন, তাঁরা যেন নিজেদের ভাবনা চিন্তাকে 'ভারতীয়' করে রাখেন , যাতে তাঁরা বিনয়ী হয়ে ওঠেন।

দেশে এমন বহু আইনজীবী ও বিচারপতি রয়েছেন যাঁরা বিদেশ থেকে পঠনপাঠনের পর তাবড় ডিগ্রি পেয়েছেন। এবার সেই সমস্ত বিচারপতি ও আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে শিরোনাম কাড়লেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু। উল্লেখ্য, কলেজিয়াম ইস্যুতে বিচারব্যবস্থা ও কেন্দ্রের মধ্যে সংঘাত রয়েছে কি না,সেই প্রশ্ন যখন নানান জল্পনায় উস্কানি দিচ্ছে, তখনই এল কেন্দ্রীয় আইন মন্ত্রীর এই মন্তব্য।

মঙ্গলবার এক সভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, যে সমস্ত আইনজীবী ও বিচারপতিরা হার্ভার্ড থেকে পড়াশোনা করে এসেছেন, তাঁরা যেন নিজেদের ভাবনা চিন্তাকে 'ভারতীয়' করে রাখেন , যাতে তাঁরা বিনয়ী হয়ে ওঠেন। কেন্দ্রীয় আইন মন্ত্রী বলেন,' অনেক আইনজীবী আছেন যারা ইংরেজিতে চিন্তা করেন এবং ইংরেজিতে কথা বলেন। তবে আপনার যদি বিদেশী ভাষা এবং বিদেশী চিন্তা থাকে তবে তা ঠিক নয়। হার্ভার্ড হোক বা  অক্সফোর্ড , আপনি যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতেই পারেন, আপনি ভালো আইনজীবী বা বিচারপতি হতেই পারেন, তবে চিন্তাভাবনা ভারতীয় হতে হবে, যাতে বিনয়ী হওয়া যায়।'

এছাড়াও, ইংরেজিতে কথা বলা আইনজীবীরা, বাকি আঞ্চলিক ভাষায় কথা বলা আইনজীবীদের থেকে বেশি রোজগার করছেন, এমন দাবি করে তিনি বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘ সুপ্রিম কোর্টে এমন কিছু আইনজীবী আছেন, তাঁদের আইনি জ্ঞান নির্বিশেষে, শুধু ভালো ইংরেজি বলার কারণে তাঁরা বেশি বেতন পান। এটা ঠিক নয়! আপনি বেশি টাকা পাচ্ছেন, কারণ আপনি ভালো ইংরেজি বলতে পারেন বলে। ভেবে দেখুন, এমনও কিছু আইনজীবী রয়েছেন, যাঁদের মারাঠি, হিন্দিতে ভালো দখল রয়েছে, আর তাঁদের আয় তুলনামূলক কম ইংরেজি বলা আইনজীবীদের থেকে।’ কিরেন রিজিজু বলেন, গোটা দেশেই এই ট্রেন্ড ঠিক নয়। এই বিষয়ে গোটা বিচারব্যবস্থাকে নজর দেওয়ার কথা বলেন কিরেন রিজিজু। তিনি পরামর্শ দেন যাতে, কোনও মামলা চলা কালে সুপ্রিম কোর্ট অনেক বেশি করে আঞ্চলিক ভাষায় কথা বলাকে অগ্রাধিকার দেয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন