বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP MP Kirron Kher: দলে গুরুত্ব পাচ্ছেন না, নাম না করে BJP নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কিরণ খেরের

BJP MP Kirron Kher: দলে গুরুত্ব পাচ্ছেন না, নাম না করে BJP নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কিরণ খেরের

দলে গুরুত্ব পাচ্ছেন না, নাম না করে BJP নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কিরণ খেরের (HT_PRINT)

লোকসভা নির্বাচনে এবার না লড়ার কথা দলকে আগেই জানিয়েছিলেন কিরণ খের। তারপরেই চণ্ডীগড়ে সঞ্জয় ট্যান্ডনকে প্রার্থী করে বিজেপি। বিদায়ী সাংসদ কিরণ খের শনিবার দলের প্রচারের সময় তাঁকে গুরুত্ব না দেওয়ার জন্য বিজেপির কিছু নেতার নিন্দা করেছেন। 

দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির বিদায়ী সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের। দলের কিছু নেতার বিরুদ্ধে তাঁকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ। শেষ দফায় চণ্ডীগড়ে নিজের বুথে ভোট দেওয়ার পর এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারকা সংসদ। এদিন মূলত তিনি নাম না করে চণ্ডীগড়ের বিজেপি প্রার্থী সঞ্জয় ট্যান্ডনকে আক্রমণ করেন তিনি।

আরও পড়ুন: 'যাঁরা আমায় ভোট দেননি, তাঁদের জুতো পেটা, লাথি মারা উচিত', মন্তব্য কিরণ খেরের

লোকসভা নির্বাচনে এবার না লড়ার কথা দলকে আগেই জানিয়েছিলেন কিরণ খের। তারপরেই চণ্ডীগড়ে সঞ্জয় ট্যান্ডনকে প্রার্থী করে বিজেপি। বিদায়ী সাংসদ কিরণ খের শনিবার দলের প্রচারের সময় তাঁকে গুরুত্ব না দেওয়ার জন্য বিজেপির কিছু নেতার নিন্দা করেছেন। এদিন ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমকে কিরণ খের জানান, দলের কিছু নেতা তাঁকে গুরুত্ব দিচ্ছেন না। সেই কারণে ভোট প্রচারের সময় তিনি বেশিরভাগ দলীয় কর্মসূচির জন্য কোনও তথ্যই পাননি। তিনি বলেন, ‘যখনই আমাকে জানানো হয়েছে তখনই, আমি বিজেপির সমস্ত কর্মসূচিতে উপস্থিত হয়েছি। তাছাড়া, আমি ১০ বছরে মানুষের জন্য যে কাজ করেছি কিছু দলীয় নেতা প্রচারের সময় আমার সেই কাজের কথা উল্লেখ করেননি।’

তাহলে বিজেপি দলের তরফেই তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? তা নিয়ে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি জানান, দলের কিছু নেতা তাঁকে গুরুত্ব দিচ্ছেন না, পুরো দল নয়। দলের মধ্যে মতবিরোধের বিষয়ে তিনি স্বীকার করেছেন যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময় ছিল। সেই কারণেই বিজেপির তরফে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চণ্ডীগড়ে পাঠানো হয়েছিল। তবে দ্বন্দ্ব থাকলেও তিনি বলেন, ‘আমি মনে করি যখন ভোট আসে তখন দ্বন্দ্ব ভুলে গিয়ে সকলকে একসঙ্গে থাকতে হয়।’ একসঙ্গে তিনি জানান, চণ্ডীগড়ে বিজেপি প্রার্থী জয়ী হলে তিনি খুশি হবেন। তবে তিনি এও বলেন যে এখানে বিজেপি প্রার্থী কীভাবে এবং কতটা প্রচার করেছে তা তিনি জানতে পারেননি।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে চণ্ডীগড়ে দুবারের বিজেপির সাংসদ হিসেবে রয়েছেন কিরণ খের। তবে এবার তিনি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিলে বিজেপি সঞ্জয় ট্যান্ডনকে প্রার্থী করে। প্রচারের গত ৫০ দিনের মধ্যে কিরণ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির জনসভায় যোগ দিয়েছিলেন। তবে চণ্ডীগড়ে তাঁকে প্রচারে সেভাবে দেখা যায়নি।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর দিল্লিতে বাজেয়াপ্ত ২,০০০ কোটি টাকার কোকেন, ভারত-দুবাই-লন্ডনে ছড়িয়ে পাচারের জাল! ২০ ওভারে মাত্র ২ ছয়! ম্যাচ শেষে শেফালি বললেন,‘মাঠ বড় ছিল’! ফোকাসে অজি ম্যাচ... কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড় দুঃসংবাদ আসতেই থামল গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গিহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.