বাংলা নিউজ > ঘরে বাইরে > আজ থেকে রবীন্দ্র সরোবরে ঢুকতে পারবে শিশুরা, নির্দেশ জারি করল কেএমডিএ

আজ থেকে রবীন্দ্র সরোবরে ঢুকতে পারবে শিশুরা, নির্দেশ জারি করল কেএমডিএ

রবীন্দ্র সরোবর। ফাইল ছবি

এবার তাতেও মিলল ছাড়পত্র। আজ, শনিবার থেকে খুদেদের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্র সরোবর।

একদিকে ওমিক্রণ জুজু। অন্যদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ। এই দুইয়ের সাঁড়াশি চাপ এখন গোটা দেশ তথা বাংলায়। তার মধ্যেই দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে এবার কচিকাঁচাদের প্রবেশে অনুমতি মিলল। এই প্রবেশে জারি ছিল নিষেধাজ্ঞা। তবে সাবালকরা সেখানে প্রবেশ করতে পারছিলেন। এমনকী প্রাতঃভ্রমণ চলছিল জোরকদমে। শুধু বাকি ছিল শিশুরা। এবার তাতেও মিলল ছাড়পত্র। আজ, শনিবার থেকে খুদেদের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্র সরোবর।

জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে রবীন্দ্র সরোবরের ভিতরের দুটি চিলড্রেন্স পার্ক–সহ গোটা লেকেই ঘুরে বেড়াতে পারবেন শিশুরা। তবে তাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে ৮টা এবং বিকেল ৪টে থেকে ৬টা শিশুরা প্রবেশ করতে পারবে রবীন্দ্র সরোবর লেকে। এই অনুমতি জারি করেছেন কেএমডিএ কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের জেরে এখানে শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দীর্ঘদিন এখানে শিশুরা বেড়াতে আসতে পারেননি। পাশাপাশি এখানে পরিষ্কার–পরিচ্ছন্নের কাজও চলছিল। আবার আমফান, ইয়াস পরবর্তী সময়ে এখানে গাছ পড়ে অবস্থা তথৈবচ তৈরি হয়েছিল। এখানে দূষণও দেখা দিয়েছিল। আবর্জনা পড়ে থাকছিল। জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। যার জন্য নতুন করে ফোয়ারা বসাতে হয়েছে। এখন সেজে উঠেছে রবীন্দ্র সরোবর।

এই বিষয়ে কেএমডিএ’‌র সিইও অন্তরা আচার্য বলেন, ‘‌রাজ্য সরকারের নির্দেশ মতো করোনাভাইরাস বিধি মেনেই বাচ্চাদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।’‌ শিশুদের প্রবেশে অনুমতি দিতে অনুরোধ করা হয়েছিল। চিঠিও দেওয়া হয়েছিল। গত ২০ মাস ধরে রবীন্দ্র সরোবরে শিশুদের প্রবেশ নিষেধ ছিল। আজ থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেল।

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.