বাংলা নিউজ > ঘরে বাইরে > Jio থেকে ফ্রিতে কল করতে কী ভাবে চালু করবেন Wifi Calling?
বুধবারই ভারতে VoWifi বা Wifi Calling প্রযুক্তি লঞ্চ করেছে Jio. Airtel-এর পর দ্বিতীয় টেলিকম সংস্থা হিসাবে এই প্রযুক্তি চালু করল আকাশ আম্বানির কোম্পানি। এই প্রযুক্তিতে মোবাইল নেটওয়ার্ক ছাড়া Wifi ব্যবহার করে যে কোনও ফোনে কল করা যায়। কিন্তু সমস্ত ফোনে কাজ করে না এই প্রযুক্তি। যে সব ফোনে কাজ করে সেখানেও আলাদা করে চালু করতে হয় VoWi
কী করে চালু করবেন VoWifi বা Wifi Calling?
ওয়াইফাই কলে স্পষ্ট ও জোরে শোনা যায় বিপরীত পাশে থাকা ব্যক্তির কণ্ঠ। ২ জনই VoWifi প্রযুক্তি ব্যবহার করলে আরও স্পষ্ট হয় কথপোকথন।
যে সব জায়গায় মোবাইলের সিগন্যালের শক্তি কম বলে ফোনে কথা বলতে সমস্যা হয় সেই সব জায়গায় মুশকিল আসান হতে পারে এই প্রযুক্তি। Jio জানিয়েছে এই প্রযুক্তিতে কল করতে কোনও পয়সা দিতে হবে গ্রাহককে। করা যাবে ভিডিয়ো কলও।
পরবর্তী খবর