বাংলা নিউজ > ঘরে বাইরে > Muhammad Yunus Visits Dhakeshwari Temple: ‘ধৈর্য্য ধরুন, না পারলে দোষ দেবেন!’ হিন্দুরক্ষায় বড় আশ্বাস ইউনুসের

Muhammad Yunus Visits Dhakeshwari Temple: ‘ধৈর্য্য ধরুন, না পারলে দোষ দেবেন!’ হিন্দুরক্ষায় বড় আশ্বাস ইউনুসের

ঢাকেশ্বরী মন্দিরে মহম্মদ ইউনুস। এক্স হ্যান্ডেল।

ইউনুস বলেন, আমি এখানে বলতে এসেছি যে আমরা সবাই এক। এখানে বিভেদ তৈরির কোনও ব্যাপার নেই। এটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সহায়তা করুন। ধৈর্য্য রাখুন।

বাংলাদেশে সংখ্য়ালঘুরা কতটা সুরক্ষিত তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মধ্য়েই মঙ্গলবার ঢাকার বিখ্য়াত ঢাকেশ্বরী মন্দির গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে গিয়ে তিনি পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তা বলেন। 

এরপর তিনি বলেন, আমাদের মানবাধিকার রক্ষায় কাজ করে যেতে হবে। বাক স্বাধীনতাটা খুব দরকার। এটা আমাদের প্রাথমিক লক্ষ্য। 

ঢাকা ট্রিবিউনের সংবাদ অনুসারে জানা গিয়েছে, তিনি জানিয়েছেন, আপনি বলতেই পারেন যে আপনি একজন মানুষ। আপনি বাংলাদেশের একজন নাগরিক। কিন্তু আপনার সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করা দরকার। শুধু এটা দাবি করুন। আর কিছু নয়। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আইনের চোখে সবাই সমান। সেখানে বৈষম্যের কোনও ব্যাপার নেই। 

তিনি বলেন, আমি এখানে বলতে এসেছি যে আমরা সবাই এক। এখানে বিভেদ তৈরির কোনও ব্যাপার নেই। এটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সহায়তা করুন। ধৈর্য্য রাখুন। তারপর বিচার করবেন আমরা সেটা করতে পারলাম নাকি পারলাম না। যদি আমরা করতে না পারি তখন দোষারোপ করবেন। এটা আমাদের আসল বিষয়। 

সেই সঙ্গেই সংখ্য়ালঘুদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছিলেন ইউনুস। তিনি এই ধরনের ঘটানাকে ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ওরা কি আমাদের দেশের নাগরিক নন? 

এদিকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের বাড়ির ঘর এবং মন্দিরে একের পর এক ঘটন হয়েছে বলে খবর। সব মিলিয়ে ২০৫টি এই ধরনের  হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হল ডেইলি স্টার সংবাদপত্র। এদিকে একাধিক রিপোর্ট অনুসারে দেখা গিয়েছে, অন্তত এই  হিংসায় ১২ জন হিন্দুকে খুন করার ঘটনা সামনে এসেছে সেদেশে।

তবে এবার হিন্দুদের একাংশ পালটা রাস্তায় নামেন। তাঁরা প্রশ্ন করেন, তাঁরাও ওই দেশের নাগরিক। কিন্তু কেন তাঁদের উপর হামলা হবে। 

গত ৯ অগস্ট থেকে পালটা আন্দোলনে নামেন সেদেশের হিন্দুরা। স্লোগান ওঠে - 'কথায় কথায় ভারত যা! দেশটা কারও বাপের না'। উল্লেখ্য, হিন্দুরা ঐতিহাসিক ভাবে আওয়ামি লিগকে সমর্থন করে এসেছে সেই দেশে। এই পরিস্থিতিতে যখনই দেশে কোনও রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে, হামলা হয়েছে সেই হিন্দুদের ওপরেই। সঙ্গে কথায় কথায় হিন্দুদের বাংলাদেশ ছেড়ে যেতে বলা হয় সেখানে। তবে এবার সেই হিন্দুদের রক্ষায় চালু করা হয়েছে হেল্পলাইন। 

পরবর্তী খবর

Latest News

ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে! টিম বাস থেকে আঙুল তুলে দেখালেন এক অনুরাগীকে, কোহলির আচরণ মন ছুঁল সমর্থকদের-Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.