এবারের বাজেটে সোনা রুপো সস্তা হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সেনকো গোল্ড কর্তৃপক্ষ। সেনকো গোল্ডের এমডি ও সিইও শুভঙ্কর সেন জানিয়েছেন, 'সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক কমেছে ৬ শতাংশ ও প্ল্যাটিনামের উপর হয়েছে ৬.৪ শতাংশ। এই সিদ্ধান্তের জেরে ক্রেতাদের চাহিদা আরও বাড়বে। এই সিদ্ধান্তের জেরে মধ্যবিত্ত ও উচ্চ মধ্য়বিত্ত ক্রেতা অলঙ্কার কিনতে পারবেন। এতদিন সোনার দাম বেড়ে যাওয়ার জেরে এটা তাঁদের করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। '
তিনি জানিয়েছেন, 'ভারতে সোনার দাম প্রতি গ্রামে ২৫০-৩০০ টাকা করে কমে গিয়েছে। …সোনা ও রুপোর শুল্কতে ৯ শতাংশ ছাড় হওয়ায় বিক্রিবাটা ১০-১২ শতাংশ বেড়ে যেতে পারে। এর জেরে কারিগর হিসাবে নিয়োগও বাড়তে থাকবে। দীর্ঘকালীন ক্ষেত্রে কৃষি, মহিলা ও স্কিল সেক্টরে এই শিল্পের মাধ্যমে উন্নয়ন হবে।'
এদিকে বাজেটে দেখা গিয়েছে, সোনা ও রুপোর আমদানি শুল্কে কাটছাঁট করা হয়েছে। সোনার আমদানি শুক্লে ৬ শতাংশ কমতি করা হয়েছে। একই শতাংশের কাটছাঁট রুপোর আমদানি শুল্কেও করা হয়েছে। ফলে, সোনা ও রুপোর দাম কমার আশা করা হচ্ছে। সোনার উপর ছিল ১৫ শতাংশ আমদানি শুল্ক। তাতে কাটছাঁট করা হয়েছে। প্ল্যাটিনামের উপরও আমদানি শুক্লে কাটছাঁট করা হয়েছে। প্ল্যাটিনামে আমদানি শুল্ক কমে হল ৬.৪ শতাংশ।
অন্যদিকে বাজেটের দিনেই কলকাতায় দাম কমল সোনার। এই আবহে গত ৫ দিনে এই নিয়ে চতুর্থবারের মতো সস্তা হল সোনা। রুপোর দামও এক ধাক্কায় অনেকটাই কমেছে।
জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৭০৫০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৭০৫০০ টাকা। গতকালকের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ১০ গ্রামে ১০০ টাকা কমেছে। এর আগে গতকাল কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৭০৬০০ টাকা। এদিকে সেদিন ১ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৭০৬০ টাকা।
গত ২১ জুলাই ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৭০৬০০ টাকা। ২০ জুলাই ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৭০৬৫০ টাকা। ১৯ জুলাই কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৭১৪৫০ টাকা। ১৮ জুলাই কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৭১৫০০ টাকা। ১৭ জুলাই ২২ ক্যারেট সোনার দাম ছিল ৭০৬৫০ টাকা। ১৬ জুলাই কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৭০০৫০ টাকা। ১৫ জুলাই ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৭০১৫০ টাকা।