কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬। ইতিমধ্য়েই রাজনৈতিক নেতারা বিশেষত বিরোধীরা এনিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন।তবে অনেকেই বলছেন, আয়করে যে ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাতে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মধ্য়বিত্ত। এনিয়ে ইতিমধ্য়েই নানা চর্চা চলছে।
এবার জেনে নিন আয়কর ছাড় নিয়ে কী বলছেন সাধারণ মানুষ?
শিলিগুড়ির এক বাসিন্দা জানিয়েছেন, এখন তো বছরে বারো -তেরো লাখ টাকা অনেকেই আয় করেন। সেক্ষেত্রে বাকিদের করছাড়ের কী হবে?
বাঁকুড়ার একাধিক বাসিন্দা বলেন, প্রচুর মানুষের উপকার হবে এই বাজেটে আয়করে ছাড়ের জেরে। বিশেষত মধ্য়বিত্ত মানুষের এতে উপকার হবে।
ক্যানসারের ওষুধের দাম কমা নিয়েও খুশি অনেকেই।
তবে সাধারণ মানুষের অনেকেরই প্রশ্ন শুধু ক্য়ানসারের ওষুধের দাম কমালেই কি সাধারণ মানুষের সুবিধা হবে? বাকি যাদের রোজকার নানা ধরনের রোগের ওষুধ লাগে তাদের কি হবে? সুগার, প্রেসার, হার্টের রোগ সহ নানা ধরনের রোগ রয়েছে ঘরে ঘরে। বহু মানুষকে এই ধরনের রোগের ওষুধ কিনতে হয়। তাদের কী হবে? সাধারণ ওষুধের দাম কমানোর বিষয়টি যদি একটু ম্যাডাম দেখতেন তাহলে খুব সুবিধা হত। যাদের রোজকার ওষুধ কিনতে হয় তাদের তো কোনও সুবিধা হচ্ছে না। এব্যাপারে কেন কিছু ভাবল না কেন্দ্রীয় সরকার।
তবে এবারের বাজেটে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এই আয়করে বিরাট ছাড়। তবে সেই সঙ্গেই সাধারণ মধ্য়বিত্ত মানুষের একটা প্রশ্ন বার বার করছেন, জীবনদায়ী ওষুধ, ক্যানসারের ওষুধের দাম কমছে এটা ভালো কথা। কিন্তু সাধারণ যে সমস্ত ওষুধ রয়েছে তার দাম কেন কমানো হল না? এতে প্রচুর সাধারণ মানুষের উপকার হত। এটা ভাবা উচিত ছিল।
প্রতিবেদনে জানা গিয়েছে, বেতনভোগীদের ১২.৭৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে 'ইনকাম ট্যাক্স' লাগবে না। কারণ বেতনভোগীরা ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পেয়ে থাকেন। আর সেটার কারণেই ১২.৭৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে বেতনভোগীদের কোনও আয়কর দিতে হবে না। ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছিল। এবার যদিও সেরকম কিছু করা হয়নি।
এককথায় মধ্য়বিত্তদের জন্য় একেবারে নজিরবিহীন ছাড়। বছরে ১২ লক্ষের আয়ে ৮০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়।
এখানেই শেষ নয়, প্রবীণ নাগরিকদের স্বস্তিতেও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর ট্যাক্স ডিডাকশনের সীমা দ্বিগুণ করা হল। আগে এই সীমা ছিল ৫০ হাজার টাকা। তা দ্বিগুণ করে এবার ১ লাখ টাকা করা হচ্ছে। নির্মলা আজ আরও বলেছেন, ভাড়ার টিডিএস বাড়িয়ে ৬ লাখ টাকা করা হচ্ছে।