পরাজিত। দিল্লি শিক্ষা ব্যবস্থার অন্যতম রূপকার বলে গণ্য করা হয় যে মণীশ সিসোদিয়াকে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছেন তিনিও। সাংবাদিকদের সামনে আগেই মুখ খুলেছিলেন। এবার এক্স হ্যান্ডেলে ভিডিয়ো বার্তা দিলেন মণীশ। এর আগে অরবিন্দ কেজরিওয়ালও এনিয়ে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন।এবার ভিডিয়ো বার্তায় আগামী দিনের পথ জানিয়ে দিলেন তিনি। সেই সঙ্গেই তিনি আগামী দিনে কী করবেন সেকথাও জানিয়ে দেন।
মণীশ সিসোদিয়া জানিয়েছেন, আমি দিল্লি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি ১২ বছর ধরে তাঁরা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমি কোনওদিন ভাবিনি যে রাজনীতিতে আসব। এমএলএ হওয়া, মন্ত্রী হওয়া। এসব তো অনেক দূরের কথা। এসব তো কোনওদিন ভাবিনি। কিন্তু আপনারা সুযোগ দিয়েছিলেন। রাজনীতিতে আসার সুযোগ দিয়েছিলেন। এমএলএ হওয়ার সুযোগ দিয়েছিলেন। মন্ত্রী হয়ে কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমি পুরো চেষ্টা করেছিলাম যে দিল্লির বাচ্চাদের জন্য কিছু করব। আমি খুব খুশি যে কিছু কাজ হয়েছে। এবার দিল্লির মানুষ সুযোগ দেননি। যখন সুযোগ দিয়েছিলেন তখন প্রচুর পরিশ্রম করেছিলাম। এখন যখন সুযোগ দেননি আমরা সেই নির্দেশকে পাথেয় করে আগামী দিনে পথ চলব। তবে যেটা বলতে যাচ্ছি আমার জীবন আমি শিক্ষার জন্য সমর্পণ করেছি।এটা আমি বুঝেছি রাজনীতিতে কাজ না করলে শিক্ষার উন্নতি হবে না। আমি শিক্ষার জন্য কাজ করব। শিক্ষার জন্য রাজনীতিতে কাজ করে যাব। আমার পুরো বিশ্বাস আছে আজ নয়তো কাজ ফের জনতা সুযোগ দেবে। তখন আবার কাজ করব। জানিয়েছেন মণীশ সিসোদিয়া।
আপের দুই শীর্ষ নেতাই পরাজিত। পরাজয়ের পরে ভিডিয়ো কেজরিওয়াল জানিয়েছেন, 'জনতার যে রায় তা বিনম্রতার সঙ্গে স্বীকার করছি। জনতার রায় মাথা পেতে নিলাম। বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। যে বিশ্বাস নিয়ে বিজেপিকে মানুষ ভোট দিয়েছেন আমাদের আশা তা তাঁরা পূরণ করবেন। গত দশ বছরে আমরা যে সুযোগ পেয়েছিলাম তাতে অনেক কাজ করেছিলাম। শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে। জল- বিদ্যুতের ক্ষেত্রেও অনেক কাজ করেছিলাম। অনেক বিষয়ে আমরা দিল্লিবাসীর স্বস্তি দেওয়ার চেষ্টা করছিলাম। দিল্লির সার্বিক পরিকাঠামো বদলানোর চেষ্টা করছিলাম। এখন জনতা যে রায় দিয়েছে তাতে আমরা কেবলমাত্র গঠনমূলক বিরোধীর ভূমিকায় থাকব এমনটাই নয়, আমরা সমাজসেবার কাজ চালিয়ে যাব। তিনি বলেন, রাজনীতিকে আমরা আদর্শ মানি। আমরা মানুষের সুখ দুঃখের পাশে থাকব। আমরা একই ভাবে জনতার সুখ দুঃখের পাশে থাকব। তিনি বলেন, আমরা জনতার সুখ দুঃখের পাশে থাকব। আপ নেতা কর্মীদের অভিনন্দন জানাচ্ছি । তাঁরা সুন্দর ভোট লড়েছে। প্রচুর পরিশ্রম করেছেন। সাহস দেখিয়েছেন। তাঁদের প্রচুর অভিনন্দন জানাচ্ছি।