এবার ডিজিটাল অ্যারেস্ট দুর্নীতির মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। আর ঘটনা যে ঘটেছে তা দাবি করেছে কলকাতা পুলিশই। গোটা দেশে এই ব্যক্তি দেদার ডিজিটাল অ্যারেস্ট দুর্নীতি করে বেরিয়েছে বলে অভিযোগ। ধৃত ব্যক্তির নাম চিরাগ কাপুর। আজ, শুক্রবার কলকাতা পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে পুরো পরিকল্পনা করে বেঙ্গালুরু থেকে এই চিরাগ কাপুরকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। চিরাগ কাপুরের বিরুদ্ধে ৯৩০টি ডিজিটাল অ্যারেস্ট ফ্রড কেস আছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ডিজিটাল অ্যারেস্ট দুর্নীতিটা হল, নিজেকে আইনরক্ষক বলে দাবি করে ভিডিয়ো কল করা, বিপদে পড়া মানুষজনকে হুমকি দেওয়া যে, ভুয়ো মামলায় গ্রেফতার করিয়ে দেওয়া হবে। এভাবে চাপ সৃষ্টি করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। আর এই কাজে জড়িত ছিল চিরাগ কাপুর বলে পুলিশ সূত্রে খবর। দেবশ্রী দত্ত বলে একজন মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন, ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে ৪৭ লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছে। ভয়ে তিনি এই টাকা দিয়েছেন। পরে বুঝেছেন তাঁকে প্রতারণা করা হয়েছে।
আরও পড়ুন: দুলাল সরকার হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি পিস্তল উদ্ধার করল পুলিশ, আর কী পেল?
অভিযোগকারী দেবশ্রী দত্তের দাবি, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রথমে হুমকি দেওয়া হয়। যদি টাকা না দেয় তাহলে তাঁর ব্যক্তিগত সমস্ত নথিপত্র মাদকের পার্সেলের সঙ্গে জড়িয়ে দেওয়া হবে। আর মানি লন্ডারিং কেসে জড়িয়ে দেওয়া হবে নাম। এই ভয় দেখিয়ে সাইবার অপরাধীরা তাঁকে বাধ্য করেন টাকা দিতে। আর মোটা অঙ্কের টাকা নেন। নানা অ্যাকাউন্টে সেই টাকা নেওয়া হয়। পুলিশকে এই ঘটনা জানাতে তদন্ত শুরু হয়। আর একের পর এক গ্রেফতারও করা হয়েছে। বেশকিছু টাকা উদ্ধার হয়েছে।
সারা দেশে এমন ডিজিটাল অ্যারেস্ট দুর্নীতির অপরাধীরা কাজ করে চলেছে। যাদের বেশিরভাগ মাথা এই চিরাগ কাপুর। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য উঠে আসে। তদন্তে করতে গিয়ে পুলিশ একটি অ্যাকাউন্টের হদিশ পায়। যেখানে ৭ লক্ষ ৪০ হাজার টাকা অভিযোগকারী মহিলা জমা দিয়েছিলেন। সেই টাকার হদিশ মেলে জানা স্মল ফিন্যান্স ব্যাঙ্কের অ্যাকাউন্টে। যে অ্যাকাউন্টের গ্রাহকের নাম উমা বারনে। এরপর আনন্দপুর, পাটুলি এবং নরেন্দ্রপুরের একাধিক এলাকায় অভিযান চলে। ৮জন এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে। ১০৪টি পাশ বই, চেক বুক, ৬১টি মোবাইল এবং ৩৩টি ডেবিট কার্ড–সহ একাধিক নথি উদ্ধার করা হয়। এই তদন্তে নেমেই মাথা চিরাগ কাপুরের নাম হাতে আসে। কলকাতা পুলিশের টিম চিরাগ ও তার ছেলে ভিনা রাজ কাপুরকে গ্রেফতার করে বেঙ্গালুরু থেকে।